আরও বেশি ক্রেতার কাছে পৌঁছতে আগামী বছর থেকেই অনলাইনে তাঁতবস্ত্র ও হস্তশিল্প পণ্য বিক্রি করার কথা ভাবছে বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এ জন্য ইতিমধ্যেই ২০ হাজার পণ্যের সম্ভার চিহ্নিত করছে শতাব্দী প্রাচীন এই সংস্থা। তাদের আশা, সেই কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। তার পরেই নেট বাজারে সরাসরি পণ্য বিক্রির পথে হাঁটা হবে, দাবি সংস্থার।