আজ সংযুক্তি, তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক অব বরোদা

গত সপ্তাহেই ব্যাঙ্ক অব বরোদায় ৫,০৪২ কোটি টাকা ঢেলেছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০১:৫৪
Share:

সংযুক্তিকরণের পরে ব্যবসার অঙ্কের নিরিখে নতুন ব্যাঙ্কটি হবে দেশের তৃতীয় বৃহত্তম।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করতে একটি বড় ব্যাঙ্কের সঙ্গে একাধিক ছোট ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার নীতি নিয়েছে কেন্দ্র। তার অঙ্গ হিসেবেই ২০১৭ সালের এপ্রিলে স্টেট ব্যাঙ্কের সঙ্গে পাঁচটি সহযোগী ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছিল। একই ভাবে সোমবার থেকে ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক মিশতে চলেছে। সংযুক্তিকরণ শর্ত অনুযায়ী, ওই দুই ব্যাঙ্কের শাখাগুলিরও নাম বদলে যাবে।

Advertisement

সংযুক্তিকরণের পরে ব্যবসার অঙ্কের নিরিখে নতুন ব্যাঙ্কটি হবে দেশের তৃতীয় বৃহত্তম। গ্রাহক সংখ্যার নিরিখে দ্বিতীয়। যার শাখার সংখ্যা ৯,৫০০, এটিএম ১৩,৪০০ ও কর্মী সংখ্যা ৮৫,০০০।

সংযুক্তি যাতে মসৃণ ভাবে হয়, তার জন্য গত সপ্তাহেই ব্যাঙ্ক অব বরোদায় ৫,০৪২ কোটি টাকা ঢেলেছে কেন্দ্র। পাশাপাশি, বিজয়া ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা প্রতি ১,০০০ শেয়ারের জন্য ব্যাঙ্ক অব বরোদার ৪০২টি শেয়ার পাবেন। দেনা ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা পাবেন ১১০টি শেয়ার। এত দিন দেনা ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের কড়াকড়ির (প্রম্পট কারেকটিভ অ্যাকশন) আওতায় থাকলেও, এখন তাদের গ্রাহকেরা নতুন ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তিন ব্যাঙ্কের সংযুক্তি

• আজ থেকে মিশছে ব্যাঙ্ক অব বরোদা, দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক।
• নতুন ব্যাঙ্কটি হবে দেশের তৃতীয় বৃহত্তম।
• মোট ব্যবসার অঙ্ক ১৪.৮২ লক্ষ কোটি টাকা।
• অনুৎপাদক সম্পদের অনুপাত ৫.৭১%। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গড় যেখানে ১২.১৩%।
• গোটা প্রক্রিয়া যাতে মসৃণ ভাবে হয়, তার জন্য ব্যাঙ্ক অব বরোদায় ৫,০৪২ কোটির পুঁজি কেন্দ্রের।
• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে ১৮টি।

“২০১৯ সালের ১ এপ্রিল থেকে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাঙ্ক অব বরোদার গ্রাহক হিসেবেই ধরা হবে।” —রিজার্ভ ব্যাঙ্ক

তিন ব্যাঙ্কের সংযুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবক। তাদের যুক্তি, কয়েকটি ব্যাঙ্ক জুড়লেই নতুন ব্যাঙ্কটি শক্তিশালী হবে, তা ঠিক নয়। স্টেট ব্যাঙ্কের সঙ্গে সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তির পরে ২০১৭-১৮ অর্থবর্ষে তাদের ৬,৫৪৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। অনুৎপাদক সম্পদ দাঁড়ায় ২.২৫ লক্ষ কোটি। আইবকের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, তিন ব্যাঙ্ক সংযুক্তির বিরুদ্ধে সোমবার প্রতিবাদ দিবস পালন করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement