দু’দিনের সিবিআই হেফাজত ব্যাঙ্ক অব বরোদার দুই কর্তার

ব্যাঙ্ক অব বরোদার (বিওবি) অ্যাকাউন্ট থেকে বেআইনি ভাবে বিদেশে টাকা পাঠানোর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার হয়েছিলেন দিল্লিতে তাদের অশোক বিহার শাখার দুই কর্তা। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস কে গর্গ ও বিদেশি মুদ্রা বিভাগের প্রধান জয়নিশ দুবে। বুধবার তাঁদের দু’দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লি আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০২:১৮
Share:

ব্যাঙ্ক অব বরোদার (বিওবি) অ্যাকাউন্ট থেকে বেআইনি ভাবে বিদেশে টাকা পাঠানোর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার হয়েছিলেন দিল্লিতে তাদের অশোক বিহার শাখার দুই কর্তা। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস কে গর্গ ও বিদেশি মুদ্রা বিভাগের প্রধান জয়নিশ দুবে। বুধবার তাঁদের দু’দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লি আদালত।

Advertisement

বিওবি থেকে নিয়ম ভেঙে মোট ৮,০০০টি লেনদেন মারফত ৬,০০০ কোটি টাকা হংকঙে পাঠানো হয়। সিবিআইয়ের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে কী ভাবে এটা ঘটানো হল তা জানতে ধৃতদের জেরা করা জরুরি। এ দিন আদালতে অভিযুক্তদের তরফে অবশ্য দাবি করা হয়, ওই শাখা থেকে বিদেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু অনিয়মের কথা জানুয়ারিতেই আঞ্চলিক অফিসে জানিয়েছিলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement