উৎপাদন বাড়াতে চাকনের কারখানা সম্প্রসারণ করছে বজাজ অটো। মাসখানেকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট (মোটরসাইকেল বিজনেস) এরিক ভাস।
বাজারে তিনটি নতুন মোটরসাইকেল এনেছে সংস্থা। তিনটি পালসার ব্র্যান্ডের— পালসার এএস২০০, পালসার এএস১৫০ এবং পালসার আরএস২০০। সেই উপলক্ষে সম্প্রতি কলকাতায় ভাস জানান, পালসারের চাহিদা বাড়ছে। কেটিএম ব্র্যান্ডের পাশাপাশি চাকনে পালসার-ও তৈরি হয়। তাই পুণের কাছে অবস্থিত এই কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও সেখানে কত লগ্নি হবে বা উৎপাদন ক্ষমতা বেড়ে কত হবে, সে ব্যাপারে বিশদে কিছু জানাতে রাজি হননি তিনি। চাকনে এখন মাসে ৯১ হাজারটি মোটরসাইকেল তৈরি করতে সক্ষম সংস্থা। এ ছাড়া বালুচ ও পন্থনগরের কারখানা মিলিয়ে সংস্থা মাসে মোট ৩.২৫ লক্ষ মোটরসাইকেল তৈরি করতে সক্ষম।
পালসার আরএস২০০-এর হাত ধরে সংস্থা এক লক্ষ টাকা বা তার বেশি দামি মোটরসাইকেলের গণ্ডিতে পা রাখল। তারা জানিয়েছে, গাড়ি কিনতে কলকাতার শো-রুমে দাম পড়বে ১.৩৩ লক্ষ টাকা। এ ধরনের ‘রেসিং স্পোর্টস’ মোটরসাইকেলের বাজার মাসে ৬ হাজারের মতো। ভাস জানান, তাঁদের লক্ষ্য অন্তত ২৫০০টি এ ধরনের মোটরসাইকেল বিক্রি করা। সব মিলিয়ে মোটরসাইকেলের বাজারে অবশ্য সংস্থার অংশীদারি এখন ১৭ শতাংশ। আগামী দিনে তা ২৩ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে বাজারে পালসার ব্র্যান্ডের আরও একটি মোটরসাইকেল আনার কথা জানিয়েছেন তিনি।