অসংগঠিত ক্ষেত্রে ঋণ বাড়াতে আর্জি জেটলির

কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই ব্যাঙ্কগুলিকে এই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। তার কারণ, এ ধরনের শিল্পের কাছে ঋণ নেওয়ার সুযোগ সীমিত বলে পুঁজির অভাবে ভুগতে হয় তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০২:৪০
Share:

বার্তা: নাবার্ডের সভায় জেটলি। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

যে-সব ক্ষেত্রে এখনও তেমন ভাবে ঋণ পৌঁছয় না, তহবিল জোগানোয় সেই অসংগঠিত শিল্পকেই গুরুত্ব দিতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই ব্যাঙ্কগুলিকে এই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। তার কারণ, এ ধরনের শিল্পের কাছে ঋণ নেওয়ার সুযোগ সীমিত বলে পুঁজির অভাবে ভুগতে হয় তাদের। সংশ্লিষ্ট শিল্পমহলেরও অভিযোগ, এই কারণে বাধ্য হয়েই চড়া সুদে মহাজনদের কাছ থেকে ধার নিতে বাধ্য হয় তারা।

Advertisement

জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের (নাবার্ড) অনুষ্ঠানে জেটলি বলেন, ‘‘অসংগঠিত ক্ষেত্রে অনেক বেশি কর্মসংস্থান হলেও তাদের ঋণ জোগাড় করতে নাজেহাল হতে হয়। ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থা যদি এই ক্ষেত্রের জন্য আলাদা করে প্রকল্প আনে, তা হলে আরও অনেক বেশি কাজের সুযোগ তৈরি হবে।’’

কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর অবদানের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ক্ষুদ্র-ঋণের মাধ্যমে প্রকল্প রূপায়ণ করে গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ মানুষের সামনে কাজের সুযোগ এনে দিয়েছে এই সব গোষ্ঠী। এগুলির বেশির ভাগই মেয়েদের নেতৃত্বে গড়া। তাই মেয়েদের আর্থিক নিরাপত্তা জোগাতে এই সব গোষ্ঠী বড় ভূমিকা নিয়েছে। জেটলি জানান, ২৫ বছর আগে যখন প্রথম স্বনির্ভর গোষ্ঠীর সূচনা হয়, তখন তাদের সংখ্যা ছিল নামমাত্র। এখন তা ৮৫ লক্ষ ছাড়িয়েছে। এই সব প্রকল্পে ঋণশোধের হারও বেশি বলে দাবি করেন অর্থমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement