ভারতে অ্যাপলকে নিজস্ব বিপণি খুলতে দেওয়ার শর্ত নিয়ে বিপরীত মেরুতে কেন্দ্রের দুই মন্ত্রক। তবে অর্থ ও বাণিজ্য মন্ত্রকের এই তরজার মধ্যেই বিষয়টি ফিরে দেখার ব্যাপারে সোমবার কথা দিলেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন।
নিয়ম মাফিক এ দেশে একক ব্র্যান্ডের নিজস্ব বিপণি খুলতে হলে সেখান থেকে বিক্রি হওয়া সব পণ্যের ৩০% কাঁচামাল বা যন্ত্রাংশ বাধ্যতামূলক ভাবে স্থানীয় বাজার থেকে কিনতে হবে। প্রত্যক্ষ বিদেশি লগ্নির এই শর্তেই ছাড় চেয়েছিল অ্যাপল। তাদের দাবি, প্রথমত, তারা নিজেদের পণ্যে উঁচুমানের প্রযুক্তি ব্যবহার করে, যার যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সংস্থার বেশির ভাগ ফোন তৈরি হয় চিনে। তবে গত সপ্তাহেই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির সেই আর্জি খারিজ করে অর্থ মন্ত্রক। আর সেই শর্তই শিথিল করার আর্জি নিয়ে সোমবার অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসার কথা জানাল বাণিজ্য মন্ত্রক। সম্প্রতি মন্ত্রকের শিল্পনীতি ও উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে গড়া কমিটি অ্যাপলের আবেদনের পক্ষে সায় দেওয়ার সুপারিশ করেছে। তার পরেই এ দিন এ কথা জানালেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন।
সীতারামন বলেন, ‘‘অ্যাপলের আর্জি মানায় বাণিজ্য মন্ত্রকের কোনও অসুবিধা নেই। তাই আগামী দিনে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসব আমরা।’’ সীতারামনের দাবি, দেশে উৎপাদন শিল্পের ক্ষেত্রে অবশ্য বাধ্যতামূলক ভাবে এখান থেকেই ৩০% কাঁচামাল সংগ্রহের শর্ত বদলের কথা তাঁর মন্ত্রক বলছে না। কিন্তু একক ব্র্যান্ডের নিজস্ব বিপণি খোলার ক্ষেত্রে এই নিয়ম আরও স্পষ্ট হওয়া উচিত। বিষয়টি নিয়ে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছনোই তাঁদের লক্ষ্য বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এ দিকে, অন্যান্য দেশের মতোই হাতফেরতা আই ফোন ভারতে আমদানি করতে আবেদন জানিয়েছিল অ্যাপল। সেই আর্জি খারিজ করে দিয়েছেন সীতারামন।
গত জানুয়ারিতেই দেশে নিজস্ব বিপণি খুলতে এবং ভারতের বাজারে সরাসরি অনলাইনে পণ্য বিক্রির আর্জি জানিয়েছিল আই ফোন, আই প্যাড নির্মাতা অ্যাপল। বর্তমানে তারা বিভিন্ন অনলাইন ও সাধারণ বাজারের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে মোবাইল বিক্রি করে থাকে। কিন্তু অ্যাপলের প্রথম আবেদনে খামতি থাকার কারণে ফের সংস্থাটির কাছ থেকে তথ্য চেয়ে পাঠায় শিল্পনীতি ও উন্নয়ন দফতর। মার্চ মাসে আবার আর্জি জানায় অ্যাপল। তখনই অ্যাপলের দাবি ছিল, সংস্থা যে উন্নত প্রযুক্তির পণ্য তৈরি করে, তাতে বাধ্যতামূলক ভাবে ৩০% যন্ত্রাংশ ভারত থেকে সংগ্রহের শর্ত শিথিল করা হোক। অর্থ মন্ত্রকের বক্তব্য, অ্যাপলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য না-হলে কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনাই ধাক্কা খাবে।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা কমছে আই ফোনের। গত ত্রৈমাসিকে চিনে এই প্রথম তার বিক্রি কমেছে। অথচ ভারতের বাজারে অ্যাপলের দখল মাত্র ২% হলেও গত তিন মাসে বিক্রি বেড়েছে ৫৬%। এই পরিস্থিতিতে ভারতকেই পাখির চোখ করে এগোতে চাইছে অ্যাপল। সম্প্রতি ভারতে এসে সে কথাই বলেছেন সংস্থার কর্ণধার টিম কুক।