ব্যবসা ছড়ানোর পথে অ্যান্ড্রু ইউল

টি-লাউঞ্জ থেকে গ্রিন টি। এ বার ব্যবসার এই ক্ষেত্রগুলিকে নিশানা করেই আধুনিক জীবনের চাহিদার সঙ্গে পা মিলিয়ে চলতে চায় অ্যান্ড্রু ইউল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৩:৪১
Share:

টি-লাউঞ্জ থেকে গ্রিন টি। এ বার ব্যবসার এই ক্ষেত্রগুলিকে নিশানা করেই আধুনিক জীবনের চাহিদার সঙ্গে পা মিলিয়ে চলতে চায় অ্যান্ড্রু ইউল।

Advertisement

ব্যাঙ্ক অব বরোদার ঋণ শেয়ারে রূপান্তরিত করায় সায় পেয়েছে অ্যান্ড্রু ইউল। এতে আর্থিক অবস্থা ভাল হলে চালু ও নতুন ব্যবসার জন্য অর্থ জোগাতে সুবিধা হবে। সেই সূত্রেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বর্তমান সিএমডি তথা ডিরেক্টর সুনীল মুন্সী বলেন, ‘‘ইকো-পার্কের টি-লাউ়ঞ্জের মডেল শিলিগুড়ি, গৌহাটির মতো শহরে ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।’’ গড়া হচ্ছে দার্জিলিঙের মিম ও জলপাইগুড়ির নিউ ডুয়ার্স বাগানে গ্রিন টি তৈরির পরিকাঠামোও। কেন্দ্রের আশা, আর্থিক স্বাস্থ্য ভাল হলে সংস্থায় তাদের হাতে থাকা শেয়ার বিক্রির সময় বেশি দর মিলবে।

সুনীলবাবু জানান, অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার মতো অ্যান্ড্রু ইউলেও কেন্দ্রের শেয়ার ২০১৮ সালে ৭৫ শতাংশে নামার কথা। এখন তা ৮৭.৯৮%।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement