—ফাইল চিত্র।
দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে দেখেও কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে বলে গত মাসে অভিযোগ করেছিলেন রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। বৃহস্পতিবার সিআইআইয়ের সভায় তাঁর দাবি, এ ব্যাপারে বণিকসভাগুলিও নিশ্চুপ।
এর আগে মোদী সরকারের বিরুদ্ধে নীতিপঙ্গুত্বের অভিযোগ এনেছিলেন অমিতবাবু। এ দিন তাঁর বক্তব্য, মন্দা না হলেও মন্দার দিকেই এগোচ্ছে ভারত। সঞ্চয় ও লগ্নির হার, কর আদায়, বৃদ্ধির হার, রফতানি, কর্মসংস্থান সবই কমছে। তাঁর কথায়, ‘‘গোটা পরিস্থিতি নিয়ে সিআইআই, ফিকি, অ্যাসোচ্যামের পক্ষ থেকে আমি কিছুই বলতে শুনছি না। এ নিয়ে শিল্প মহলকে বলতে হবে।’’ তিনি নিজে এক সময়ে ফিকি-র সেক্রেটারি জেনারেল ছিলেন। তাঁর দাবি, সেই সময়ে মঞ্চ থেকেও কোনও কথা বলতে তাঁরা দ্বিধা বোধ করতেন না। পরে এ নিয়ে ওই তিনটি বণিকসভার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অমিতবাবুর দাবি, এ সবের মধ্যেও অনেক এগিয়ে পশ্চিমবঙ্গ। সিআইআইয়ের পূর্বাঞ্চলের বেশ কিছু সদস্য সংস্থা দু’বছরে ৫,৫২২ কোটি টাকার লগ্নির প্রস্তাব দিয়েছেন। প্রায় সাড়ে ১১ হাজার কর্মসংস্থান হবে প্রকল্পগুলিতে।