Business News

ফ্লিপকার্টকে টেক্কা, ৬০ হাজারি আইফোন-৭ আ্যামাজনে ৩৯,৪৯৯!

মেগা সেল-এর পসরা সাজিয়ে এনে ক্রেতাদের চমকে দিয়েছিল অন লাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট। ১৪ মে ফ্লিপকার্টের দশ বছরের জন্মদিনে ‘বিগ ১০ সেল’ বাজারে এনেছিল এই সংস্থা। ৬০ হাজার টাকার আইফোন-৭ ও পাওয়া যাচ্ছিল মাত্র ৩৯,৯৯৯ টাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ১৮:৩৬
Share:

মেগা সেল-এর পসরা সাজিয়ে এনে ক্রেতাদের চমকে দিয়েছিল অন লাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট। ১৪ মে ফ্লিপকার্টের দশ বছরের জন্মদিনে ‘বিগ ১০ সেল’ বাজারে এনেছিল এই সংস্থা। ৬০ হাজার টাকার আইফোন-৭ ও পাওয়া যাচ্ছিল মাত্র ৩৯,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের সেই অফারকে টেক্কা দিতে এ বার আসরে নামল আ্যামাজন। ফ্লিপকার্টের দাবি ছিল, সবচেয়ে কম দামে আইফোন দিচ্ছে তারাই। কিন্তু ফ্লিপকার্টকে চ্যালেঞ্জ করে এ বার আরও কম দামে আইফোন-৭ বিক্রি করছে অ্যামাজন। ফ্লিপকার্টের থেকেও ৫০০ টাকা কমিয়ে ৩৯,৪৯৯ টাকায় এ বার আইফোন-৭(৩২জিবি) দিচ্ছে অ্যামাজন।

Advertisement

আরও পড়ুন: ফ্লিপকার্টেই মেশার পথে স্ন্যাপডিল

তবে শুধুমাত্র আইফোনেই নয়, ফ্লিপকার্টের ‘বিগ ১০ সেল’-এ সমস্ত বৈদ্যুতিন সামগ্রীতেই দেওয়া হচ্ছে বিপুল ছাড়। গুগল পিক্সেল, ভিভো, ওপো-র স্মার্টফোনগুলিও পাওয়া যাচ্ছে বাজারের থেকে অনেক কম দামে। পাশাপাশি লাইফস্টাইল সামগ্রীর উপর ছাড় রয়েছে প্রায় ৪০-৫০ শতাংশ। ফুটওয়্যার-এর উপর ছাড় রয়েছে সর্বাধিক ৭০ শতাংশ পর্যন্ত।

Advertisement

সংস্থা সূত্রে খবর, এই অফার চলবে ১৮ মে পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement