Reliance Jio

৩ মাসে ৩০ জিবি ডেটা ফ্রি! জব্বর অফার এয়ারটেলের

এ যেন চৈত্র সেল! জলের দরে মোবাইল ডেটা ‘বিতরণ’ করার যেন হিড়িক পড়েছে বিভিন্ন টেলিকম সংস্থার। সৌজন্যে অবশ্য রিলায়্যান্স জিও। খুব কম খরচে জিও-র ফোর জি পরিষেবা বাজারে আসতেই ইন্টারনেটের ভৌগোলিক চিত্র পাল্টে যায়। এ বারে এয়ারটেল নিয়ে এসেছে বিশেষ অফার। নাম এয়ারটেল সারপ্রাইজ অফার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৫:৩৮
Share:

এয়ারটেল সারপ্রাইজ অফার

এ যেন চৈত্র সেল! জলের দরে মোবাইল ডেটা ‘বিতরণ’ করার যেন হিড়িক পড়েছে বিভিন্ন টেলিকম সংস্থার। সৌজন্যে অবশ্য রিলায়্যান্স জিও। খুব কম খরচে জিও-র ফোর জি পরিষেবা বাজারে আসতেই ইন্টারনেটের ভৌগোলিক চিত্র পাল্টে যায়। এ বারে এয়ারটেল নিয়ে এসেছে বিশেষ অফার। নাম এয়ারটেল সারপ্রাইজ অফার। কী থাকছে তাতে?

Advertisement

১৩ মার্চ থেকে পোস্টপেড গ্রাহকদের জন্য থাকছে এই বিশেষ অফার। মাসে ১০ জিবি ডেটা সম্পূর্ণ ফ্রিতে দেবে এয়ারটেল। অর্থাত্ তিন মাসের জন্য মোট ৩০ জিবি ডেটা ফ্রি পাবেন গ্রাহকরা। কিন্তু এই অফার পেতে গেলে ৩১ মার্চের মধ্যে জানাতে হবে এয়ারটেল সংস্থাকে। কী ভাবে?

আরও পড়ুন- ১৫ মিনিটেই ৬ ঘণ্টার চার্জ! ভারতে ঢুকে পড়ল মোটো জি ফাইভ

Advertisement

এয়ারটেল সারপ্রাইজ অফার পেতে গেলে প্রথম গ্রাহকদের গুগল স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপ খুললেই সাইরাপ্রাইজ অফারের একটি ডায়লগ বক্স দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে প্রতি মাসে বরাদ্দ ১০ জিবি ডেটার একটি নোটিফিকেশন আপনার মোবাইল চলে আসবে।

ফ্রি অফার বন্ধ করে ১ মার্চ থেকে প্রাইম প্ল্যান শুরু করে রিলায়্যান্স জিও। সেখানে ৩০৩ টাকার একটি প্ল্যানে প্রতি দিন ১ জিবি অর্থাত্ মাসে ৩০ জিবি ডেটা দেবে জিও। ওই ফ্রি ডেটা এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। ফ্রি ডেটা দেওয়ার ক্ষেত্রে একই পথে হাঁটছে বাকি টেলিকম সংস্থা। পিছিয়ে নেই এয়ারটেলও। জিও-র মতো এক বছর না টানতে পারলেও ৩ মাসে ৩০ জিবি ফ্রি ডেটা দিয়ে গ্রাহকদের খুশি করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এয়ারটেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement