রাজ্যে মার্চের মধ্যে ১৫০টি ৩জি টাওয়ার বসাচ্ছে এয়ারসেল

মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার ক্রমশ বাড়ছে। কথা বলার চেয়ে এই পরিষেবার বৃদ্ধির হারই এখন অনেক বেশি। তাই টেলিকম সংস্থাগুলিও ঝুঁকছে সেই বাজার ধরতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৫০
Share:

মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার ক্রমশ বাড়ছে। কথা বলার চেয়ে এই পরিষেবার বৃদ্ধির হারই এখন অনেক বেশি। তাই টেলিকম সংস্থাগুলিও ঝুঁকছে সেই বাজার ধরতে। তবে সেখানে আবার নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে ৪জি পরিষেবা চালু হওয়ায়। কিন্তু বেশিরভাগ গ্রাহকেরই এখন ৪জি সহায়ক মোবাইল ফোন নেই। তাই ৩জি পরিষেবার উপরও জোর দিচ্ছে তারা। যেমন, পশ্চিমবঙ্গে আগামী মার্চের মধ্যে ৩জি পরিষেবার জন্য আরও ১৫০টি টাওয়ার বসাবে এয়ারসেল।

Advertisement

সংস্থাটির অন্যতম কর্তা আনন্দ প্রকাশ জানিয়েছেন, ২০১৫-তে ইন্টারনেট (ডেটা) পরিষেবা মারফত আয় বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। এবং শুধু ৩জি পরিষেবা গ্রাহকের সংখ্যা বেড়েছে ২০০ শতাংশের বেশি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ভাবে ইন্টারনেটের পরিষেবা দেওযার লক্ষ্যেই আরও ১৫০টি ৩জি টাওয়ার বসানোর পরিকল্পনা নিয়েছেন তাঁরা। এখন টাওয়ারের সংখ্যা ৩০০০টি। নতুন টাওয়ার বসানোর পরে ৩জি গ্রাহকেরা সর্বোচ্চ ২১ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা পাবেন বলে তাঁদের দাবি। নতুন গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ‘ডেটা রিচার্জ’-এর সুবিধাও এনেছে তারা।

পাশাপাশি গ্রাহক ও খুচরো বিপণন পরিষেবা উন্নত করার জন্য এ রাজ্যে চলতি বছরের প্রথম তিন মাসে ১০০০টি ‘এয়ারসেল সেবা কেন্দ্র’ও চালু করছে সংস্থা।

Advertisement

বস্তুত, মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কথা মাথা রেখেই নতুন করে প্রতিযোগিতায় ঝাঁপাচ্ছে টেলিকম শিল্প। বিভিন্ন সংস্থা ৪জি পরিষেবা চালু করলেও এখনও সর্বত্র ৩জি পরিষেবাই চালু হয়নি। সেই বাজার ধরতে পরিকাঠামো বৃদ্ধির উপর জোর দিচ্ছে সংস্থাগুলি।

আরও পড়ুন

কলকাতায় ৪জি চালু ভোডাফোনের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement