প্রতীকী ছবি।
জিওকে টক্কর দিতে ফের জিও-র পথেই হাঁটল ভারতী এয়ারটেল। জিও রোমিং চার্জ মকুব করার এক সপ্তাহের মধ্যে এয়ারটেলও তাই করল। সোমবার এয়ারটেলের এমডি এবং সিইও (ভারত এবং দক্ষিণ এশিয়া) গোপাল মিত্তল রোমিং চার্জ মকুব করার কথা ঘোষণা করেন। আগামী ১ এপ্রিল থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
গোপাল মিত্তল বলেন, ‘‘১ এপ্রিল থেকে সারা ভারত আমাদের গ্রাহকের কাছে লোকাল নেটওয়ার্ক হয়ে যাবে। ফোন, এসএমএস বা ডেটা রোমিং নিয়ে আর ভাবতে হবে না গ্রাহকদের।’’
সপ্তাহ খানেক আগেই মুকেশ অম্বানী জিও গ্রাহকদের জন্য সমস্ত রোমিং চার্জ তুলে দেন। তার পরেই এয়ারটেলের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: ৩৩১০-এর সঙ্গে বাজারে এল নোকিয়া ফাইভ, জেনে নিন কী ফিচার রয়েছে