নগদ সঙ্কটের ইঙ্গিত এ বার পরিষেবাতেও

চাহিদার অভাবে কল-কারখানায় উৎপাদন ঝিমিয়ে থাকার ইঙ্গিত আগেই মিলেছিল বেসরকারি সংস্থার সমীক্ষায়। বুধবার পরিষেবা ক্ষেত্রেও ব্যবসা তলানিতে নামার পূর্বাভাস দিল তারা। নিক্কেই-মার্কিটের ওই সমীক্ষার দাবি, এই নিয়ে পরপর দু’মাস নভেম্বর ও ডিসেম্বরে সরাসরি ব্যবসা কমছে এই ক্ষেত্রের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০২:৩০
Share:

চাহিদার অভাবে কল-কারখানায় উৎপাদন ঝিমিয়ে থাকার ইঙ্গিত আগেই মিলেছিল বেসরকারি সংস্থার সমীক্ষায়। বুধবার পরিষেবা ক্ষেত্রেও ব্যবসা তলানিতে নামার পূর্বাভাস দিল তারা। নিক্কেই-মার্কিটের ওই সমীক্ষার দাবি, এই নিয়ে পরপর দু’মাস নভেম্বর ও ডিসেম্বরে সরাসরি ব্যবসা কমছে এই ক্ষেত্রের। আর, এর জন্য নোট বাতিলের পরে নগদে টানকেই দায়ী করেছে তারা।

Advertisement

প্রতি মাসেই সমীক্ষা চালিয়ে নিক্কেই ইন্ডিয়া সার্ভিসেস পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই হিসেব করে তারা। ডিসেম্বরে এই সূচক দাঁড়িয়েছে ৪৬.৮। নভেম্বরে ছিল ৪৬.৭। এই সূচক ৫০-এর উপরে থাকা মানেই ব্যবসা বাড়ার ইঙ্গিত। তার নীচে নামা সরাসরি ব্যবসা কমার লক্ষণ। সংস্থার মতে, ২০১৩-র পরে এত বেশি ধাক্কা লাগেনি পরিষেবা ক্ষেত্রে। মার্কিট-এর অর্থনীতিবিদ পলিআন্না দ্য লিমা বলেন, ‘‘বছর শেষে ভারতে পরিষেবা ক্ষেত্রের ছবিটা আদৌ উজ্জ্বল নয়।’’ পাশাপাশি, ব্যবসার ক্ষেত্রে পরিষেবা সংস্থাগুলির আস্থার সূচকও নেমে এসেছে গত ১১ বছরের মধ্যে সবচেয়ে নীচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement