গয়নায় শুল্ক নিয়ে সংসদে সরব অধীর

গয়নার ওপর ১% উৎপাদন শুল্ক চাপানোর বিরোধিতায় সংসদে সরব হল কংগ্রেস। এ ব্যাপারে বাজেট বিতর্কে অংশ নিয়ে আজ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, আর্থিক নীতি নিয়ে সরকার বিভ্রান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৫০
Share:

গয়নার ওপর ১% উৎপাদন শুল্ক চাপানোর বিরোধিতায় সংসদে সরব হল কংগ্রেস।

Advertisement

এ ব্যাপারে বাজেট বিতর্কে অংশ নিয়ে আজ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, আর্থিক নীতি নিয়ে সরকার বিভ্রান্ত। এক দিকে, মেক ইন্ডিয়ার কথা বলছে, অন্য দিকে, গয়নায় শুল্ক চাপাচ্ছে। তাঁর অভিযোগ, এতে ছোট গয়না ব্যবসায়ীদের বড় ক্ষতি হবে, কারিগরদের পথে বসতে হবে। কারণ, বড় বড় ব্যবসায়ী এর সুবিধা নিয়ে ছোট দোকানগুলিকে গ্রাস করে নেবে। সরকারের যদি রাজস্ব বাড়াতে হয় তা হলে সোনার ওপর উৎপাদন শুল্ক বাড়াক বলে মন্তব্য করেন তিনি।

একই দাবিতে আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন মুম্বইয়ের গয়না ব্যবসায়ীদের প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্ব দেন হেমামালিনীর জামাই ভরত তাখতানি। পরে ভরত বলেন, এই শুল্ক চাপালে লাইসেন্স রাজকে উৎসাহ দেওয়া হবে। শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তা ছাড়া এই দাবিতে এবার দিল্লিতে ধর্নাতেও বসবেন গয়না ব্যবসায়ীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement