অস্ট্রেলিয়ায় ভারতের আদানি গোষ্ঠীর প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত করার পথে আরও একটি আইনি বাধা কাটল সোমবার। প্রকল্পটি বন্ধ করার উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ সংস্থা অস্ট্রেলিয়ান কনজারভেশন ফাউন্ডেশনের (এসিএফ) করা আবেদন খারিজ করে দিল সে দেশের ফেডারেল আদালত।
গ্যালিলি অববাহিকায় ২,১৭০ কোটি ডলারের ওই কয়লা খনি প্রকল্পে অস্ট্রেলীয় সরকারের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যায় এসিএফ। দাবি ছিল, প্রকল্প গড়ার অনুমতি ফিরিয়ে নিক সরকার। কারণ হিসেবে সংস্থাটির যুক্তি ছিল, সেখানকার প্রবাল প্রাচীর রক্ষার দায়বদ্ধতা সরকারের উপরেই বর্তায়।