গৌতম আদানি। —ফাইল ছবি।
নিজের সন্তানদের মধ্যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছেন মুকেশ অম্বানী। এ বার হিন্ডেনবার্গ রিসার্চের আনা শেয়ার দরে কারচুপির অভিযোগের কেলেঙ্কারিকে পিছনে ফেলে একই পথে হাঁটতে চলেছেন গৌতম আদানি। সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকার অনুসারে, ৭০ বছর বয়সে ব্যবসা থেকে সরে দাঁড়াবেন তিনি। এখন তাঁর বয়স ৬২ বছর। তার পরে আদানি গোষ্ঠীর দায়িত্ব নেবেন তাঁর দুই ছেলে করণ এবং জিৎ। তাঁদের সঙ্গী হবেন দুই ভাগ্নে প্রণব এবং সাগর। বর্তমানে চার জনই গোষ্ঠীর বিভিন্ন সংস্থার পর্ষদে রয়েছেন।
শান্তিলাল আদানি এবং শান্তাবেন আদানির ঘরে জন্ম গৌতমের। রয়েছেন সাত ভাইবোন। ভাইদের মধ্যে তিনি চতুর্থ। ১৬ বছর বয়সে স্কুলের পড়া ছাড়ার পরে ১৯৭৮ সালে দাদা বিনোদ আদানির সঙ্গে কাজ করার জন্য পাড়ি দেন মুম্বইয়ে। যোগ দেন হিরে বাছাইয়ের কাজে। ১৯৮২ সালে গুজরাতে ফেরেন দাদা মনসুখ আদানিকে সাহায্য করার জন্য।
এর পরে বিনোদ এবং অপর ভাই রাজেশের সঙ্গে মিলে গৌতম খোলেন পণ্য লেনদেন সংস্থা। সেখান থেকেই যাত্রা শুরু। এর পরে আদানি গোষ্ঠী ব্যবসা ছড়িয়েছে বন্দর, বিমানবন্দর, কয়লা, বিদ্যুৎ, সিমেন্ট-সহ নানা ক্ষেত্রে। নজরে রয়েছে বিকল্প শক্তি ও পেট্রোকেম ব্যবসাও। এখন তাদের ১০টি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত।