Unemployment

বেকারত্বের হার কমার দাবি সমীক্ষায়

অতিমারির সমস্যা থেকে বার হয়ে এসে দেশের আর্থিক কর্মকাণ্ডে গতি ফিরেছে এবং কাজের বাজার আগের জায়গায় পৌঁছেছে বলে অনেক দিন ধরে দাবি করে আসছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০৫:৫৩
Share:

দেশের শহরাঞ্জলে বেকারত্বের হার কমেছে বলে জানাল কেন্দ্রের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের (এনএসএসও) সমীক্ষা। প্রতীকী চিত্র।

দেশের শহরাঞ্জলে বেকারত্বের হার কমেছে বলে জানাল কেন্দ্রের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের (এনএসএসও) সমীক্ষা। সোমবার সেই রিপোর্টে দাবি করা হয়েছে, জানুয়ারি-মার্চে ১৫ বছর এবং তার বেশি বয়সিদের মধ্যে ওই হার ছিল ৬.৮%। যা এক বছর আগে ৮.২% ছিল। সেই সময়ে অতিমারিজনিত কড়াকড়ির জন্য কর্মহীনের হার চড়া ছিল বলেও দাবি করেছে সরকার। মহিলাদের ক্ষেত্রে তা ১০.১% থেকে নেমেছে ৯.২ শতাংশে। পুরুষদের ৭.৭% থেকে হয়েছে ৬%।

Advertisement

অতিমারির সমস্যা থেকে বার হয়ে এসে দেশের আর্থিক কর্মকাণ্ডে গতি ফিরেছে এবং কাজের বাজার আগের জায়গায় পৌঁছেছে বলে অনেক দিন ধরে দাবি করে আসছে কেন্দ্র। সে কথা মনে করিয়ে দিয়ে বিরোধীদের বক্তব্য, ২০১৬-১৭ অর্থবর্ষে সারা দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশে পৌঁছে গিয়েছিল। যা সেই সময়েই ছিল সাড়ে চার দশকের সর্বোচ্চ। অতিমারির সময়ে তা আরও বাড়ে। কেন্দ্র যে দাবিই করুক না কেন, তাদের নিজেদের পরিসংখ্যানেই স্পষ্ট যে কাজের বাজার এখনও আগের জায়গায় পৌঁছতে পারেনি। তা ছাড়া শুধু শহরের পরিসংখ্যান থেকে গোটা দেশের পরিস্থিতি বোঝা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement