Sourav Ganguly

সৌরভের শিল্প প্রতিনিধি

জেলার শিল্প মহলের অনুমান, দেড়-দু’মাসের মধ্যে প্রস্তাবিত কারখানার শিলান্যাস হতে পারে। তবে মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন আসন্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ০৭:২৮
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের (গড়বেতা-৩ ব্লক) ডুকিতে। সূত্রের খবর, ইতিমধ্যে জেলায় ঘুরে গিয়েছেন সংশ্লিষ্ট শিল্প সংস্থার প্রতিনিধি। মেদিনীপুরে এসে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় আলোচনা সেরেছেন তিনি। জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক মানছেন, ‘‘ওই শিল্প সংস্থার প্রতিনিধি এসেছিলেন। কথা হয়েছে।’’

Advertisement

জেলার শিল্প মহলের অনুমান, দেড়-দু’মাসের মধ্যে প্রস্তাবিত কারখানার শিলান্যাস হতে পারে। তবে মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন আসন্ন। তার দিনক্ষণ ঘোষণা হলে নির্বাচনী বিধি কার্যকর হবে জেলা জুড়েই। সে ক্ষেত্রে শিলান্যাস কিছুটা পিছোতে পারে। অনুমান, প্রস্তাবিত ইস্পাত কারখানা তৈরি হতে দেড়- দু’বছর সময় লাগতে পারে। সূত্রের খবর, এ ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে প্রায় ৩০০০ কোটি টাকা। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু বলেন, ‘‘শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতে ওই ইস্পাত কারখানা হলে ভালই হবে। বিপুল কর্মসংস্থান হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement