প্রতীকী চিত্র
উচ্চ রক্তচাপ বা ‘হাইপারটেনশন’ এমন এক ধরনের সমস্যা, যে রোগের ক্ষেত্রে সাধারণত কোনও উপসর্গ লক্ষ্য করা যায় না। তাই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে নীরব ঘাতক বা ‘সাইলেন্ট কিলার’ও বলা হয়ে থাকে। ‘হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপের সমস্যা কিছুটা জিনঘটিত, তাই বয়স চল্লিশ পেরোনোর পরেই মাঝে মধ্যেই ‘ব্লাড প্রেশার’ দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
‘হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপ বিভিন্ন কারণে হতে পারে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এইচপি ঘোষ হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অধ্যাপক চিকিৎসক পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
বিশদে জানতে নীচের ভিডিয়োটি দেখুন:
‘হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনায় অধ্যাপক চিকিৎসক পার্থসারথি বন্দ্যোপাধ্যায়
চিকিৎসক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসা না হলে এই সমস্যা থেকে শরীরের অনেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। ‘ব্লাড প্রেশার’ সাধারণত ১৩০/৮০ থাকে উচিত। তার বেশি হলে উচ্চ রক্তচাপ হিসেবে ধরা হয়। যেহেতু এই রোগ নীরব ঘাতক, তাই উচ্চ রক্তচাপজনিত কোনও সমস্যা ধরা পড়লে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”
তিনি আরও বলেছেন, ‘হাইপারটেনশন’ কোনওদিন সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়। কিন্তু নিয়ন্ত্রিত জীবনধারা মেনে চললে উচ্চ রক্তচাপের সমস্যাকে অনেকটাই ঠিক রাখা সম্ভব। তাই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা, সঠিক ওষুধ এবং সুস্থ জীবনযাত্রা মেনে চলা অত্যন্ত জরুরি।
হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪
বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/
এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।