‘ভি-গার্ড’-এর ‘টিভি স্টেবিলাইজ়ার’
অত্যাধুনিক এই প্রযুক্তির বাজারে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে মানুষের চাহিদাও। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই ভারতের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক সংস্থা ভি-গার্ড সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে ‘টিভি স্টেবিলাইজ়ার।’ যে কোনও টিভির জন্যেই ‘স্টেবিলাইজ়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
টিভির ইনপুট ভোল্টেজ ওঠানামা করলেও একটি ভোল্টেজ স্টেবিলাইজ়ার টিভিতে সরবরাহ করা ভোল্টেজকে স্থির থাকে। এটি টিভিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার পাশাপশি টিভিকে বহুদিন পর্যন্ত সচল রাখে। তবে অনেক গ্রাহকেরই ধারণা, টিভির জন্যে আলাদা করে স্টেবিলাইজ়ার কেনার দরকার হয় না। টিভির নিজস্ব স্টেবিলাইজ়ারেই এই প্রয়োজন মিটে যায়। পাশপাশি গ্রাহকেরা এটাও দাবি করেছেন, ভোল্টেজ ওঠানামার সমস্যাও এই কয়েক বছরে বেশ অনেকটাই কমে গেছে। দ্বিতীয় ধারণাটি আংশিক সত্য হলেও, প্রথমটি সম্পূর্ণ ভুল।
‘ইন-বিল্ট স্টেবিলাইজ়ার’ বলে আদতে কিছু নেই। যেটি আছে সেটি আসলে একটি ‘এসএমপিএস।’ এই ‘এসএমপিএস’ কোনও ভাবেই টিভির ভোল্টেজ নিয়ন্ত্রণে সহায়তা করে না। সুতরাং ‘এসএমপিএস’ কখনওই আপনার টিভিতে স্টেবিলাইজ়ারের মতো সুরক্ষা প্রদান করতে পারে না।
‘ভি-গার্ড’ স্টেবিলাইজ়ার অন্য যে কোনও সাধারণ স্টেবিলাইজ়ারের থেকে অনেক বেশি সুরক্ষিত এবং ভরসাযোগ্য। বাজারে সহজলভ্য অন্য যে কোনও স্টেবিলাইজ়ারের নিরিখে সবার সেরা এই ‘ভি-গার্ড’ স্টেবিলাইজ়ার।
ভারতের এই শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক সংস্থা ভি-গার্ড ১৯৭৭ সাল থেকে তাদের তৈরি প্রত্যেকটি জিনিসে গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। ভি-গার্ডের সমস্ত প্রোডাক্টের ডিজ়াইন ও প্রযুক্তিগত দক্ষতা বরাবরই গ্রাহকদের মন জয় করেছে। ৪৫ বছরের বিশ্বস্ততা, টানা ৪ বছরের ‘সুপার ব্র্যান্ড’ তকমা, নিজস্ব পদ্ধতিতে উৎপাদন ‘ভি-গার্ড’কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
সম্প্রতি ‘ভি-গার্ড’ সাধারণ মানুষের ব্যবহারিক সুবিধা বাড়াতে নিয়ে এসেছে নতুন মডেলের একগুচ্ছ ‘টিভি স্টেবিলাইজ়ার’। যেখান থেকে টিভির মডেল এবং ক্ষমতা অনুযায়ী আপনি আপনার পছন্দমতো যে কোনও একটি বেছে নিতে পারেন।
ভি-গার্ডের এই স্টেবিলাইজ়ার ভোল্টেজের ওঠানামাকে নিয়ন্ত্রণে রাখে। ইউটিলিটি ভোল্টেজ কম হলে আউটপুট ভোল্টেজে সামঞ্জস্যপূর্ণ ভোল্টেজ সরবরাহ করে টিভিকে অভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণে রাখে এটি। প্রয়োজন বুঝে এই স্টেবিলাইজ়ারের ভোল্টেজের স্তর বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যায়।
ভি-গার্ডের একগুচ্ছ নতুন মডেলের মধ্যে নজর কেড়েছে ‘ক্রিস্টাল টিটি ১৫০ প্লাস’। এই ক্রিস্টাল সিরিজ়ের মধ্যেও থাকছে পাঁচটি নতুন প্রকারভেদ। ‘ক্রিস্টাল ন্যানো’, ‘ক্রিস্টাল ৭৫ প্রাইম’, ‘ক্রিস্টাল ১০০ প্রাইম/প্লাস’, ‘ক্রিস্টাল ১৫০ প্রাইম’ এবং ‘ক্রিস্টাল ২০০ প্রাইম’।
এই প্রতিবেদনটি ‘ভি-গার্ড’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।