E-Went

‘দ্য সরোগি গ্রুপ’-এর উদ্যোগে লঞ্চ হল ‘ই-ওয়েন্ট’ বৈদ্যুতিক বাইকের নতুন মডেল ‘লাইটনিং’

মধ্যবিত্তের সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইক প্রস্তুতকারক সংস্থা ‘দ্য সারোগি গ্রুপ’ নিয়ে এল ‘ই-ওয়েন্ট’ বৈদ্যুতিক বাইকের নতুন মডেল ‘লাইটনিং’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:৫৬
Share:

‘দ্য সরোগি গ্রুপ’-এর ‘ই-ওয়েন্ট’ বৈদ্যুতিক বাইক

বাতাসে কার্বনের পরিমাণ কমানোর লক্ষ্যে বর্তমানে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা জ্বালানীর বিকল্প হিসেবে বিদ্যুৎ ব্যবহারে মনোযোগ দিয়েছে। তৈরি হচ্ছে নানা ধরনের বৈদ্যুতিক বাইক। ক্রেতাদের তরফে এর চাহিদাও বাড়ছে ক্রমশ।

ই-বাইকে ব্যবহৃত ব্যাটারি বিদ্যুতে চার্জ দিলে তা ইঞ্জিনের শক্তির উৎস হিসেবে কাজ করে। ফলে কম খরচে সহজে রক্ষণাবেক্ষণের সুবিধাও পাওয়া যায়। এ ছাড়াও ই-বাইক যেহেতু জ্বালানি পোড়ায় না, তাই ধোঁয়াও উৎপন্ন হয় না। ফলে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইলেকট্রিক বাইক। সাধারণ মোটর সাইকেলের তুলনায় ই-বাইকে জ্বালানির প্রয়োজন খুব কম। এ ছাড়াও এতে হর্নের ডেসিবেল অনেকটাই সীমিত মাত্রায় থাকে। ফলে শব্দ দূষণও কম হয়। বাইক নিয়ন্ত্রণে রাখাও বেশ সহজ।

মধ্যবিত্তের সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইক প্রস্তুতকারক সংস্থা ‘দ্য সারোগি গ্রুপ’ নিয়ে এল ‘ই-ওয়েন্ট’ বৈদ্যুতিক বাইকের নতুন মডেল ‘লাইটনিং’। আন্তর্জাতিক স্তরে অর্ধ শতাব্দীরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই সংস্থা সব সময়েই সেরা প্রযুক্তি, ম্যানেজমেন্ট ও শক্তিশালী কর্মীদের সাহায্যে সকলের কাছে সেরা ই-বাইক পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘দ্য সারোগি গ্রুপ’ সব সময়ে তাদের প্রত্যেকটি জিনিসের গুণমান সম্পর্কে খুবই সচেতন। তাই ই-ওয়েন্ট-এর বৈদ্যুতিক বাইকগুলির পরিষেবা নিয়ে দুশ্চিন্তা প্রায় নেই বললেই চলে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বরাবরই নতুন নতুন বৈদ্যুতিক বাইকের আকর্ষণীয় ও ভরসাযোগ্য সম্ভার নিয়ে হাজির হয়েছে ‘ই-ওয়েন্ট’।

নতুন কী কী ফিচার থাকছে এই মডেলে?

‘লাইটনিং’ মডেলের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, আইপি৬৭ রেটিং সহ মোটর ২কেডাব্লিউএইচ, ডুয়াল পোর্টেবল লি-আয়ন ব্যাটারি, ১৩০ কিলোমিটার রিয়েল মাইলেজ নিশ্চিত করার জন্যে রয়েছে ৩.৪কেডাব্লিউএইচ, ডিস্ক ব্রেক সিস্টেম।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, চাবিহীন স্টার্টের জন্যে রিমোট লক/আনলক, যানবাহনের জন্যে টাচ সেন্সর, প্রোজেক্টর হেড ল্যাম্প, ইতালীয় লেদার সিট কভার এবং ইমার্জেন্সি লাইট।

উমং সরোগি, সরোগি ই-ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের অধিকর্তা

সরোগি ই-ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের অধিকর্তা উমং সরোগি জানিয়েছেন, “ই-ওয়েন্ট-এর প্রথম দু’টি মডেল বাজারে দারুণ সাড়া ফেলার পর আমরা এই ‘লাইটনিং’ মডেলটি লঞ্চ করলাম। গত চার বছর ধরে আমরা এই ইলেকট্রিক বাইক সেল করছি। প্রথম পাঁচ বছর আমরা এই ইলেকট্রিক বাইক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। এই বাইকের ব্যাটারি নিয়েও বিশেষভাবে কাজ করেছি। এই ‘লাইটনিং’ মডেলে বিশেষ ফিচারের মধ্যে থাকছে ডুয়েল প্রোজেক্টর সহ, ১৩০/৪০ কিমি মাইলেজের সুবিধাও।”

সরোগি উদ্যোগ প্রাইভেট লিমিটেডের সিএমডি রমেশ সরোগি বলেছেন, “সততা এবং পরিশ্রম থাকলেই সব কিছু জয় করা যায়। সরোগি গ্রুপও তাই করেছে।”

‘ই ওয়েন্ট’-এর এক ডিলার মনোজিত মন্ডল বলেছেন, “এই বার্ষিক ডিলার মিটে আসতে পেরে খুবই ভাল লাগছে। সারা বছরের গাড়ির ব্যবসার থিমকে আজকে এখানে তুলে ধরবো। আগামী দিনে ‘ই ওয়েন্ট’-এর সঙ্গে আরও সংঘবদ্ধ হয়ে কাজ করবো।”

‘ই ওয়েন্ট’-এর অপর এক ডিলার অনীল কুমার সাহা জানিয়েছেন, “ইলেকট্রিক বাইকের প্রচুর কোম্পানি এখন মার্কেটে লঞ্চ করেছে। কিন্তু তার মধ্যে ‘ই ওয়েন্ট’ এখনও পর্যন্ত সবচেয়ে ভাল।”

শুধুই আকর্ষণীয় ফিচার নয়, পাশাপাশি ‘লাইটনিং’-এর এই মডেলটিতে পেয়ে যাবেন নিজের ইচ্ছেমতো রং বেছে নেওয়ার সুযোগও। এই মডেলটি দেখতেও ভীষণ স্মার্ট। ‘ই-ওয়েন্ট’ এর লক্ষ্য হল বৈদ্যুতিক বাইকের দুনিয়ায় ভারতসেরা হওয়া। তাই আসুন, দেখুন, হয়ে উঠুন ‘ই-ওয়েন্ট’-এর নতুন যুগের বাইকের গর্বিত মালিক, অনুভব করতে থাকুন PRIDE IN EVERY RIDE!

বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন — https://e-went.com/our-products/

অথবা ফোন করুন এই নম্বরে — 8336901048 / 9830270318

সংস্থার শো’রুম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন পাশের লিঙ্কে —

https://e-went.com/store-locator/

এই প্রতিবেদনটি ‘ই-ওয়েন্ট’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন