Apollo Multispecialty Hospitals

ফুসফুসের রোগ নির্ণয়ে জনপ্রিয় হচ্ছে ‘এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড’ বা ‘ইবাস’ পদ্ধতি! কী বিশেষত্ব এই পদ্ধতির?

কখন এই ‘ইবাস টিবিএনএ’ পদ্ধতি প্রয়োগের প্রয়োজন হয়?

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৩:২৭
Share:

প্রতীকী চিত্র

বর্তমানে ফুসফুস সংক্রান্ত যে কোনও রোগই এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত জীবনধারা বা বাইরের পরিবেশের কারণে কোনওভাবে ফুসফুস নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফুসফুস ক্ষতিগ্রস্ত হলেই দেখা দিচ্ছে নানাবিধ শারীরিক সমস্যা। তবে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ধারণ করা গেলে জটিলতা সৃষ্টি হওয়ার আগেই রোগ নিরাময় করা সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরে হতে থাকা সামান্য হাঁচি, কাশি বা শ্বাসকষ্টের সমস্যাকে গুরুত্ব না দিলে পরবর্তীতে এই ধরনের রোগ থেকেই ফুসফুসে গুরুতর সমস্যা দেখা দেয়।

তবে, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান খুবই উন্নত। তাই কোনও রোগ নিয়েই ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে আনন্দবাজার ডট কমের সঙ্গে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার কনসালট্যান্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেবোপম চট্টোপাধ্যায় ‘ইবাস টিবিএনএ’ এবং ‘রেডিয়াল ইবাস’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বিশদে জানতে নীচের ভিডিয়োটি দেখুন:

‘ইবাস টিবিএনএ’ এবং ‘রেডিয়াল ইবাস’ নিয়ে বিস্তারিত আলোচনায় চিকিৎসক দেবোপম চট্টোপাধ্যায়

কখন এই ‘ইবাস টিবিএনএ’ পদ্ধতি প্রয়োগের প্রয়োজন হয়?

ফুসফুসের লিম্ফ নোডগুলিকে খুব গভীরভাবে পর্যালোচনা করার জন্য এই পদ্ধতি প্রয়োগের প্রয়োজন হয়। এ ছাড়াও কোনও রোগী মধ্যে যখন যক্ষার লক্ষণ প্রকাশ পায় তখন এক্স-রে ছাড়াও ‘ইবাস টিবিএনএ’ পদ্ধতির ব্যবহার করতে হয়। পাশাপাশি ফুসফুসের ক্যানসার শনাক্তকরণের জন্যও এই পদ্ধতি প্রয়োগ করতে হয়।

কখন ‘রেডিয়াল ইবাস’ পদ্ধতি প্রয়োগ করতে হয়?

আগে ফুসফুসে টিউমার ধরা পড়লে সিটি স্ক্যানের মাধ্যমে, জটিল কিছু পরীক্ষা দ্বারা সেটিকে শনাক্তকরণ করা হত। ‘রেডিয়াল ইবাস’ পদ্ধতি ব্যবহার করে এখন সহজেই ফুসফুসের টিউমার শনাক্তকরণ করা সম্ভব হয়েছে।

ইন্টারভেনশনাল পালমোনোলজিতে ‘ইবাস টিবিএনএ’ এবং ‘রেডিয়াল ইবাস’ পদ্ধতি খুবই কার্যকরী হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে জটিল ফুসফুসের রোগকে সহজেই নির্ধারণ করা সম্ভব হয়েছে। এতে রোগীর সুস্থতার হারও অনেক বৃদ্ধি পেয়েছে।

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন:

জরুরি নম্বর: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন