মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কেরিয়ার গড়ার উপযোগী অজস্র পাঠ্যক্রম থেকে আপনার পছন্দসই বিষয়টি বেছে নিতে পারেন পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট)। এ বার কিছু ফাঁকা আসনে সরাসরি ভর্তির সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়।
তারিখ: ২৭, ২৮, ২৯ সেপেটেম্বর
কোথায় যেতে হবে: সল্ট লেক ও হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
সময়: ১১টা থেকে ৪ টে
ওয়েবসাইট: https://www.makautwb.ac.in/
ঠিকানা: City Campus: BF-142, Sector-I, Salt Lake, Kolkata-700064
Main Campus: Haringhata, Nadia, PIN-741249
ফোন: 8158861610, 03329991534
আসন সংখ্যা সীমিত। তাই স্বপ্নের কেরিয়ার গড়ার দিশা পেতে তাড়াতাড়ি যোগাযোগ করুন রাজ্য সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় ম্যাকাউটে। পড়ুয়াদের কর্মযোগ্য করার লক্ষ্যে নিজস্ব বা ইন-হাউস পাঠ্যক্রমে একগুচ্ছ আধুনিক বিষয় চালু করেছে এই প্রতিষ্ঠান। ৪০ একর জুড়ে অবস্থিত বিস্তৃত সবুজ হরিণঘাটা ক্যাম্পাসে এই সমস্ত বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।
ইতিমধ্যেই পাঠদানের সুবিধার জন্য ১১টি স্কুল অফ স্টাডিজ তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয়, যার আওতায় রয়েছে বিভিন্ন যুগোপযোগী বিষয়--
• স্কুল অফ বায়োলজিকাল সায়েন্স অেযান্ড টেকনোলজি
• স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিযারিং
• স্কুল অফ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• স্কুল অফ এনার্জি অ্যা্ন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিযারিং
• স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স
• স্কুল অফ অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• স্কুল অফ ফুড সায়েন্স অ্যান্ড অ্যাগ্রো টেকনোলজি
• স্কুল অফ ফার্মাসিউনিক্যাল সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার টেকনোলজি
• স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স
• স্কুল অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড এন্টারটেনমেন্ট
এগুলির অধীনেই শুরু হয়েছে নানা ধরনের পেশাদারি পাঠ্যক্রম।
হরিণঘাটার বিস্তৃত সবুজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচও সকলের সাধ্যের মধ্যে। যে-সমস্ত সুযোগ-সুবিধা এখানে রয়েছে, সেগুলি হল-
• অনলাইন ও অফলাইন ক্লাসের উপযুক্ত পরিকাঠামো
• অত্যাধুনিক গ্রন্থাগার ও ল্যাবরেটরি
• ওয়াইফাই সংযোগ
• ছাত্রছাত্রীদের উপযুক্ত মেন্টরিং
• পাঠ্যক্রম বহির্ভূত উদ্ভাবনী কাজকর্মের সুযোগ
• শিল্পোদ্যোগ গড়ায় সহায়তা
হরিণঘাটা ক্যাম্পাসে নিজস্ব পাঠ্যক্রমের তালিকা
Post Graduate
M.Sc. in
Under Graduate
B.Sc. in
Management Courses
M.Tech. in:
এই মুহূর্তে কাজের বাজারে বাড়তি সাফল্য নির্ভর করে প্রযুক্তি নির্ভর বেশ কিছু বিষয়ে দক্ষতার উপর। যেমন: ডেটা সায়েন্স, স্ট্যাটিসটিক্স, অ্যানালিটিক্স, ফরেনসিক সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল হেলথকেয়ার, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, মিডিয়া সায়েন্স, ইত্যাদি। সম্প্রতি ইকনমিক্স, সাইকোলজি-র মতো সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমও চালু করেছে ম্যাকাউট। বর্তমানে চাকরির বাজার অনেক ক্ষেত্রেই কৃত্রিম মেধা ভিত্তিক প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি হচ্ছে। সেই কারণেই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মেশিন লার্নিং, ইন্টারটেট অফ থিঙ্গস, রোবটিক্স, ব্লকচেন টেকনোলজি ইত্যাদির উপর ভিত্তি করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠ্যক্রম এনেছে ম্যাকাউট।
সরাসরি ভর্তির এই সুযোগ হাতছাড়া করবেন না। স্বপ্নের কেরিয়ার গড়ার খোঁজ দিতে পড়ুয়াদের পাশে দাঁড়াতে দায়বদ্ধ ম্যাকাউট।
যোগ্যতা, পড়ার খরচ এবং অন্যান্য তথ্য বিশদে জানতে দেখুন makautwb.ac.in অথবা ফোন করুন: 03329991534, 8158861610
এই প্রতিবেদনটি ‘ম্যাকাউট’এর সঙ্গে এবিপি ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।