‘ওয়াও মোমো’র ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো অফার
শীতকাল মানেই ধোঁয়া ওঠা গরম গরম মোমো। তবে এখন শুধু শীত নয়, সারা বছরই সবাই মোমোর প্রেমে হাবুডুবু। হাল্কা স্ন্যাক্স কিংবা ডিনারেও এখন জায়গা করে নিয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের ‘স্টিমড’ বা ‘ফ্রায়েড মোমো’।
পাহাড়ি জলখাবারকে কলকাতাবাসীর কাছে জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছে ‘ওয়াও মোমো’। বলা ভাল, মোমোর প্রতি বাঙালির এই ভালবাসাকে নতুন সংজ্ঞা দিয়েছে তারা। ‘ওয়াও মোমো’ বাংলার নিজস্ব একটি মোমো ব্র্যান্ড, যা এখন সারা দেশে জনপ্রিয়। ছাপোষা স্টিম মোমোয় তাদের যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে প্যান ফ্রায়েড মোমো, মোবার্গ, মোমো পাভ, আরও কত কী!
দুর্গাপুজো হোক বা অন্যান্য অনুষ্ঠান, ‘ওয়াও মোমো’ সব সময়েই মোমোপ্রেমীদের জন্য নিয়ে আসে নিত্যনতুন কম্বো অফার। তা হলে এই ভরা শীতের মরসুমই বা বাদ যায় কেন? ‘ওয়াও মোমো’ তাই নিয়ে এল এক্কেবারে নতুন ‘বিগার অ্যান্ড বেটার’ অফার। মাত্র ৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই আকর্ষণীয় অফার। এ ছাড়াও এই ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো অফার পেয়ে যেতে পারেন পকেট ফ্রেন্ডলি ১৫৯ এবং ১৯৯ টাকাতেও।
জিভে জল আনা ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো অফারে যা যা রয়েছে—
হালকা খিদে মেটানোর ৯৯ টাকার কম্বোতে থাকছে, দু’প্লেট স্টিম মোমো (৮ পিস), ১৫৯ টাকার কম্বোয় থাকছে দু’প্লেট স্টিম মোমো (৮ পিস) এবং দু’টি পেপসি, এবং সকলের সঙ্গে ভাগ করে খাওয়ার ১৯৯ টাকার কম্বোয় থাকছে, দু’প্লেট স্টিম মোমো (৬ পিস), দু’টি মোবার্গ এবং দু’টি পেপসি। সাশ্রয়ী ও ভিন্ন স্বাদের এই কম্বো প্যাকগুলি বদলে দিতে পারে আপনার স্ন্যাকিংয়ের ধারণাকে। হালকা খিদের রসদ হোক বা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া, প্রতিটি মুহূর্তের জন্যই ‘ওয়াও মোমো’র এই ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো একদম উপযুক্ত।
‘বিগার অ্যান্ড বেটার’ কম্বোকে আরও আকর্ষণীয় করে তুলতে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার জুটি 'চিঙ্কি মিঙ্কি’র সঙ্গে এক মজার প্রচার ক্যাম্পেন শুরু করেছে ‘ওয়াও মোমো’। তাঁদের ভিডিয়োয় ৯৯ টাকায় দু’প্লেট মোমো খাওয়ার মজাদার মুহূর্ত মন জয় করেছে দর্শকদের। এ ছাড়াও, প্রচার ক্যাম্পেনের অংশ হিসেবে তিনটি ‘ডিভিসি’-তে ‘জো-হুয়া’ এবং ‘সো-হুয়া’ নামের দু’টি চরিত্রের মাধ্যমে ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো ভাগাভাগি করে খাওয়ার আনন্দকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এই চরিত্রগুলি এক দিকে যেমন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, তেমনই এই প্রচার ক্যাম্পেনেও এনেছে হাসিখুশি আমেজ এবং প্রাণের ছোঁয়া। এক ঝলকে দেখে নিন ভিডিওগুলি:
ইতিমধ্যেই দেশের সমস্ত ‘ওয়াও মোমো’র আউটলেটে এই অফারটি চালু হয়েছে। এবং অল্প সময়ে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে। ২০০৮ সালে শুরু হয় ‘ওয়াও মোমো’র পথচলা, যা এখন ভারত জুড়ে এক পরিচিত নাম। বিভিন্ন সৃজনশীল স্বাদে ও ধাঁচে মোমো তৈরি করে এই সংস্থা। ইতিমধ্যেই সারা দেশে ৬০টির বেশি শহরে ৬৫০টিরও বেশি আউটলেটের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহকের মন জয় করেছে তারা।
তা হলে আর দেরি কেন? ‘বিগার অ্যান্ড বেটার’ কম্বো অর্ডার করতে ভিজ়িট করুন: https://2wm.in/Uqr
অথবা Wow! Eats অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ মেনু দেখে নিয়ে অর্ডার করুন।
এই প্রতিবেদনটি ‘ওয়াও মোমো’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।