পুলিশের সঙ্গে সংঘর্ষে হত জেএমবি-র দুই সন্দেহভাজন জঙ্গি

পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি-র দুই সন্দেহভাজন সদস‌্য। বগুড়ার শেরপুরে সোমবার ভোর ৪টা নাগাদ এই পুলিশি অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) এবং রাজশাহির রিপন (২৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৪:২৬
Share:

প্রতীকী ছবি।

পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি-র দুই সন্দেহভাজন সদস‌্য। বগুড়ার শেরপুরে সোমবার ভোর ৪টা নাগাদ এই পুলিশি অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) এবং রাজশাহির রিপন (২৫)।

Advertisement

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন, ওই জঙ্গিদের এক জন খালিদ দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যা-চেষ্টা এবং কান্তজিউ মন্দিরে হামলা মামলার ঘটনায় জড়িত ছিল। অন্য জন রিপনের বাড়িতে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার পরিকল্পনার বৈঠক করেছিল।

পুলিশ সূত্রে খবর, এ দিন উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া মোড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ‌্যে খালিদ হাসান জেএমবি-র উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান।

Advertisement

গাজিউর জানিয়েছেন, রিপনের বাড়িতে বৈঠকে হাজির ছিলেন গুলশনের হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত জঙ্গি বাধন, রাজশাহিতে সংর্ঘষে নিহত বাইক হাসান, বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত খালিদ হাসান। এ দিনের অভিযানে দুই পুলিশ সদস‌্যও আহত হয়েছেন। জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্তা।.

আরও পড়ুন

কেরি আসার আগের রাতে শাহজালালে বিস্ফোরণ, আহত ২

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement