—ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরলেও মুক্তিযুদ্ধের স্মরণে তৈরি কোনও ভাস্কর্য সরানো হবে না বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের শাসক দলের নেতৃত্ব।
কট্টর মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামির দাবি মেনে রমজান মাস শুরুর আগেই বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘জাস্টিসিয়া’-র মূর্তিটি সরিয়ে ফেলা হয়। এর পরে শুক্রবারই হেফাজতে ইসলামি দাবি করে, সারা দেশে যত ভাস্কর্য ও মূর্তি রয়েছে, সব ভেঙে ফেলতে হবে। এ প্রসঙ্গে শনিবার আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলি সরানোর প্রশ্নই নেই। এ সব ভাস্কর্য থাকবে এবং সরকারি অনুদানে ভবিষ্যতেও নির্মিত হবে।’’
ডিসেম্বরে প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিন্হার নির্দেশে সর্বোচ্চ আদালতের সামনে ‘জাস্টিসিয়া’ ভাস্কর্যটি বসানো হয়। মৌলবাদীরা এই ‘নারী মূর্তি’ সরানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সভায় হেফাজত নেতা আল্লামা শফি-কে বলেন, তিনিও চান ‘মূর্তিটি’ সরিয়ে ফেলা হোক। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার আশ্বাসও দেন তিনি। বৃহস্পতিবার ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। অভিযোগ ওঠে, মৌলবাদের কাছে মাথা নোয়াচ্ছে সরকার। বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র ও সাংস্কৃতিক কর্মীরা।