ছবি: সংগৃহীত।
আওয়ামি লিগকে টানা তৃতীয় নির্বাচনে জয়ী হতেই হবে। দলকে বার্তা দিলেন আওয়ামি লিগ সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি, গত সাত বছরে বাংলাদেশে উন্নয়নের ছবি দেশের জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন তিনি।
রবিবার সকালে দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এই বার্তা দেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-এ আসেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। অধিবেশনে উপস্থিত ছিলেন ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর।
এ বারের সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
উদ্বোধনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, “সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় পৌঁছতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আর সে জন্য গত সাত বছরে দলের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে ঠিক ভাবে।”
টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে (২০১৯) জয়ের লক্ষ্য নিয়ে এখন থেকেই ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামি লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।”
দলের নেতাকর্মীদের সৎ থাকার আহ্বান জানিয়ে প্রধামন্ত্রী আরও বলেন, “আওয়ামি লিগের নেতাকর্মীদের মধ্যে সব সময় সততা দেখতে চাই। অন্যায়ের কাছে যেন কখনওই মাথা নিচু না হয়। সততার সঙ্গে নিজের দ্বায়িত্ব পালন করে যেতে হবে।”
দলকে গতিশীল করতে তরুণ ও নবীন নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি চাই, বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের পথে এগোবে আওয়ামি লিগ।”
সম্মেলনে উপস্থিত সারা দেশের কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে ‘না, না’ বলে ওঠেন। এর পর তারা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি সম্মান জানিয়ে ‘জয়’, ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।
শেখ হাসিনা বলেন, “আওয়ামি লিগ ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। সজীব ওয়াজেদ জয়, পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক— সকলেই জাতি গঠনে কাজ করছেন।”
গত ৩৫ বছর ধরে দলের নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনা বলেন, “আওয়ামি লিগ আমার পরিবার। আওয়ামি লিগ আমার আপনজন। আমার সন্তানদের এত সময় দিইনি আওয়ামি লিগকে যত সময় দিয়েছি।”
এর পর তিনি বলেন, “এখানে বসে হাততালি দিলে হবে না। জনগণের কাছে যেতে হবে। পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামি লিগকে ক্ষমতায় আসতে হবে।”
বাংলাদেশের জনগনের দিন বদলের স্বপ্ন দেখিয়ে ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় ফেরা আওয়ামি লিগ ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের দায়িত্ব পায়। আগামী ২০২১ সালে মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে দিতে কর্মসূচি সাজিয়েছেন আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন