RAB

র‌্যাব অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার চট্টগ্রামে

চট্টগ্রামের কোতোয়ালি থানার বাস্তুহারা কলোনি বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকালে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন ওই বস্তিতে অভিযান চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৭
Share:

ফাইল চিত্র

চট্টগ্রামের কোতোয়ালি থানার বাস্তুহারা কলোনি বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেল-সহ প্রচুর অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকালে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন ওই বস্তিতে অভিযান চালানো হয়।

Advertisement

র‌্যাব-৭ এর প্রধান লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি রাইফেল, একে-২২ রাইফেলের দু’টি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে র‌্যাব। তিনি আরও জানান, মাদকের আখড়া হিসেবে পরিচিত ওই বস্তির উপর আগে থেকেই র‌্যাবের নজর ছিল। সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় ঘর ভাড়া নিয়ে থাকেন। অভিযানের আগে স্থানীয় লোকজন ওই কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ দেখান। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বস্তির দু’টি ঘরের লোকজন পালিয়ে যায়।

বস্তিতে প্রায় পাঁচ হাজারের মতো ঘর রয়েছে। সেখানে ঘর ভাড়া নিতে কারও পরিচয়পত্র দেখাতে হয় না। ফলে সেখানে সহজেই আত্মগোপন করে থাকা সম্ভব বলে মন্তব‌্য করেন ওই র‌্যাব কর্তা।

Advertisement

আরও খবর- এসটিএফ-এর বড় সাফল্য, জালে ৬ জেএমবি জঙ্গি

আরও খবর- দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

আরও খবর- খোলা আকাশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement