Bangladesh News

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। রবিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৬
Share:

ছবি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। রবিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Advertisement

সংবাদ সংস্থা বাসস সূত্রে খবর, মন্ত্রী বলেছেন, বিশ্বের কোনও দেশে যুদ্ধাপরাধীদের শুধু বিচারই নয়, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। তবে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইনের প্রয়োজন বলেও জানান তিনি। মোজাম্মেল হক আরও বলেন, “আশা করি, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এ আইনটি বিল হিসেবে উপস্থাপন করা হবে। আইনটি প্রণয়ন করার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

যাঁরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধাদের চারটি উৎসব ভাতা (দু’টি ইদ, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস) দেওয়া হবে।

Advertisement

আরও খবর...

আগামী রবিবার বাংলাদেশে স্মার্ট পরিচয়পত্র দেওয়া শুরু হবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement