Bangladesh News

বাংলাদেশের যুব প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি

শুরুটা হয়েছিল চার বছর আগে। ২০১২ সালে থেকে শুরু করে এই নিয়ে প়ঞ্চম বার ভারত সফরে এল বাংলাদেশের যুব প্রতিনিধি দল। ভারত ও বাংলাদেশের দূতাবাস এবং ভারতের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় হওয়া এই সফরে শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি-সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করে দুই দেশের তরুণ প্রজন্ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ২৩:২১
Share:

প্রতিনিধি দলটির সঙ্গে কথা বলছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

শুরুটা হয়েছিল চার বছর আগে। ২০১২ সালে থেকে শুরু করে এই নিয়ে প়ঞ্চম বার ভারত সফরে এল বাংলাদেশের যুব প্রতিনিধি দল। ভারত ও বাংলাদেশের দূতাবাস এবং ভারতের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় হওয়া এই সফরে শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি-সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করে দুই দেশের তরুণ প্রজন্ম। মঙ্গলবার প্রতিনিধি দলটির সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Advertisement

রাষ্ট্রপতি ভবনে প্রতিনিধি দলটির উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “আমি একাধিক বার বাংলাদেশ গিয়েছি। রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশই ছিল আমার প্রথম বিদেশ সফর। এই ধরনের সফর দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে।” ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করব এই ধরনের সফরের সংখ্যা আরও বাড়বে।”

এ বারের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন ৫০ জন তরুণ ও ৫৯ জন তরুণী। বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে সদস্যদের। প্রতিনিধি দলে রয়েছেন তরুণ চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী এবং সমাজকর্মীরা।

Advertisement

দলটি রাজধানী-সহ আগরা, আহমেদাবাদ ও কলকাতার মতো কয়েকটি শহর সফর করবে। সফরকালে এ দেশের শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময় করবে দলটি। এ ছাড়া শহরগুলোর বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রও পরিদর্শন করবে।

রাষ্ট্রপতি ভবনে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিজয় গোয়েল।

আরও পড়ুন: মোদী-মমতার লড়াইয়ে থমকে তিস্তা চুক্তি, চাপ বাড়াচ্ছে ঢাকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement