—প্রতীকী চিত্র।
বিমান নিয়ে নাশকতার ছক কষার অভিযোগে গ্রেফতার করা হল এক পাইলটকে। ঢাকার মিরপুরের দারুস সালাম এলাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্-এর ফার্স্ট অফিসার ও পাইলট সাব্বির আমাম-সহ চারজনকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, ধৃতেরা সকলেই জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তারা প্রত্যেকেই নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী।
আরও পড়ুন, রোহিঙ্গা সমস্যা মেটাতে সমন্বয় চান ঢাকার দূত
আরও পড়ুন, ফেনীতে খালেদা জিয়ার কনভয়ে হামলা
সাব্বির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কো-পাইলট ছিলেন। সেপ্টেম্বরের শুরুতে তার বাবার মালিকানাধীন বাড়িতে জঙ্গি আস্তানার খোঁজ মেলার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। র্যাব-৪ এর অধিনায়ক মো. লুৎফুল কবির বলেন, “গ্রেফতার চারজন দারুস সালামে নিহত জেএমবির জঙ্গি আব্দুল্লাহর সহযোগী। তারা বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল।’’ গত ৪ সেপ্টেম্বর মিরপুর দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকায় একটি ভবনে জঙ্গি সন্দেহে অভিযান চালায় র্যাব। ওই ভবনের পঞ্চমতলায় জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।