bangladesh

একাত্তরের ঘাতক মৃতদেহ হয়ে বেরোলেন জেল থেকে

কাসিমপুর জেল থেকে বের হয়েছে যুদ্ধাপরাধী মির কাসেম আলির মৃতদেহ। রাত ১২.৩২ মিনিটে কাসিমপুর কারাগার থেকে মির কাসেমের দেহ নিয়ে তাঁর গ্রামের বাড়িতে রওনা দিয়েছে শববাহী গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:১১
Share:

জেল থেকে বেরোল মির কাসেমের মৃতদেহ। নিজস্ব চিত্র।

কাসিমপুর জেল থেকে বের হয়েছে যুদ্ধাপরাধী মির কাসেম আলির মৃতদেহ। রাত ১২.৩২ মিনিটে কাসিমপুর কারাগার থেকে মির কাসেমের দেহ নিয়ে তাঁর গ্রামের বাড়িতে রওনা দিয়েছে শববাহী গাড়ি। তাঁর গ্রামের বাড়িতেই হবে শেষকৃত্য। ওই কনভয়ে প্রথমে চারটি পুলিশের গাড়ি, মাঝে তিনটি অ্যাম্বুল্যান্স এর পর দু’টি র‌্যাবের গাড়ি, আবার তিনটি পুলিশের গাড়ি এবং শেষে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে। শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে গাজিপুরের কাসিমপুর কারাগারে ৭১-এ মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মির কাসেম আলির ফাঁসি কার্যকর হয়। মির কাসেমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের চালা গ্রামে।

Advertisement

আরও পড়ুন: ফাঁসি হয়ে গেল ‘চট্টগ্রামের জল্লাদ’ মির কাসেমের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement