Bangladesh

বাংলাদেশের বৃদ্ধি ছাপিয়ে যাবে বাজেট প্রত্যাশাকে

চলতি অর্থবর্ষের শেষে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৬০২ ডলার (প্রায় ১ লক্ষ ২৯ হাজার ৩২১ বাংলাদেশি টাকা) হবে বলে ধারণা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর। গত বছরে এই আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার (প্রায় ১ লক্ষ ১৮ হাজার ২৬২ বাংলাদেশি টাকা)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৬:৩০
Share:

চলতি অর্থবর্ষের শেষে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৬০২ ডলার (প্রায় ১ লক্ষ ২৯ হাজার ৩২১ বাংলাদেশি টাকা) হবে বলে ধারণা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর। গত বছরে এই আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার (প্রায় ১ লক্ষ ১৮ হাজার ২৬২ বাংলাদেশি টাকা)।

Advertisement

জিডিপি বা জাতীয় উত্পাদনের বৃদ্ধির হারও বাজেটের প্রত্যাশা ছাড়িয়ে ৭.২৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। গত অর্থবছর বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.১১ শতাংশ।

আরও পড়ুন: হাসিনার প্রত্যুত্তর: বিএনপি জমানায় চিন-বাংলাদেশ গোপন প্রতিরক্ষা চুক্তি ফাঁস

Advertisement

প্রায় ১০ বছর ৬ শতাংশের কোঠায় ঘোরার পরে, ২০১৫-১৬ অর্থবর্ষে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশের রেখা অতিক্রম করেছিল। বাড়তে শুরু করেছিল মাথা পিছু আয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বাড়ছেই। নিম্ন-মধ্যম আয়ের দেশের খাতায় নাম লেখানোর পরে এই গতি রয়েছে একই রকম।
মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল এই সম্ভাব্য তথ্য পেশ করেছেন। সভা শুরুর আগে এই তথ্য জানানো হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, “এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement