Dhaka

প্রয়াত উত্তর ঢাকার মেয়র আনিসুল হক

এর এক মাসের মধ্যে ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল আনিসুল হককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ২৩:৪৯
Share:

আনিসুল হক। ফাইল চিত্র।

লন্ডনে মারা গেলেন উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সওয়া ৪টে নাগাদ (বাংলাদেশ সময় রাত ১০টা ২৩) তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫।

Advertisement

নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান সস্ত্রীক আনিসুল হক। অগস্টের মাঝামাঝি সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেন্ট্রাল লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনিসুল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করা হয়। হাসপাতালে ভর্তির পর পরিচর্যা কেন্দ্রেও রাখা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটায় গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছিল। এর এক মাসের মধ্যে ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল আনিসুল হককে।

পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামি লিগের টিকিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ ফোরাম এফবিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন।

Advertisement

আরও পড়ুন: নাটোরে নিখোঁজ ধর্মযাজক

পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। এর পর ঢাকা বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement