প্রতীকী ছবি
সমাজ মাধ্যমের জগতে রিলসের জনপ্রিয়তা আপাতত আকাশছোঁয়া। কে কত বেশি লাইক পাচ্ছেন, কিংবা কত বাড়ছে ফলোয়ার, তাতেই চেনা যায় এখানে কে কত সফল ও পরিচিত। তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন যে, এই ধরনের সাফল্যকে ছুঁতে পারা কোনও বড় বিষয় নয়। খুব সহজেই কয়েকটি নতুন চিন্তাভাবনা পালটে ফেলতে পারে আপনার পরিচিতির মাত্রা।
• রিলসের ক্ষেত্র বেছে নিন
সবার জন্য রিলস বানানোর ক্ষেত্র এক নয়। কেউ বানান ফ্যাশন নিয়ে, কেউ ঘুরতে যাওয়া, আবার কেউ খাবার নিয়ে। আগেভাগেই ঠিক করে নিন আপনি কোন ধরনের রিলস বানাতে চাইছেন। সেই মতো নানা রকম অভিনব ভাবনা সাজিয়ে নিন মাথায়।
• কোন ক্ষেত্রে থাকবে কোন ধরনের রিল
পুজোয় যদি কলকাতায় থাকেন, তা হলে পুজো পরিক্রমা রিলস বানাতে পারেন চোখ বুজে। এতে অনেক ভিউ পাওয়া যায়, লাইকও আসে বেশি। আবার খাবারের ক্ষেত্রে ভেবে নিন কত দামের মধ্যে কোন কোন জায়গার খাবারের দোকানের হদিশ দিতে পারবেন। রিলের ভাবনা আসুক সেই বুঝে। সাজপোশাকের জন্য কোন দিন কী ভাবে সাজতে পারেন সেটাই রিল বানিয়ে এক এক দিনে আপলোড করতে থাকুন। এতে সমাজ মাধ্যমে ভিউয়ার্স বাড়বে ক্রমশ। আপনিও নেটপাড়ায় পরিচিত হয়ে উঠতে পারবেন।
• অন্য রকম ট্রেন্ড ঠিক করুন
সমাজ মাধ্যমে রাতারাতি পরিচিত হওয়ার অন্যতম উপায় ভাইরাল হওয়া বা ট্রেন্ড চালু করা। এটা কোনও অভিনব বার্তার মাধ্যমে হতে পারে, কিংবা নতুন হ্যাশট্যাগ চালু করতে পারলে। যেমন ধরুন, আপনার পুজোয় যদি কেনাকাটা, খাওয়া দাওয়া বাবদ ১০ হাজার টাকা বাজেট ধরেন, তা হলে তার কিছুটা আপনি পুজোয় পথশিশুদের নতুন জামা বিতরণে ব্যয় করুন। তারই রিল বানিয়ে যদি একটা নতুন হ্যাশট্যাগ চালু করেন এবং একটা সামাজিক বার্তা দেন, তা হলেই পারবেন অন্য রকম একটা ট্রেন্ড আনতে। এতে আপনার ভাল কাজে কিছু মানুষের মুখে হাসিও ফুটবে। আবার এ রকম ট্রেন্ড সবাই অনুসরণ করবেন, তাই আপনার জনপ্রিয়তাও বাড়বে।
• অভিনব রূপটানে সাজের রিলসে থাকুক চমক
শুধু মহালয়ার আগে বাঁধা গতের আগমনী শ্যুট কেন? তার চেয়ে রূপটানে আনুন নতুন ভাবনা। যেমন অসুর বধ। সমাজের প্রতি পদে নানা রকম অসুর বধ নিয়ে রিল ভিডিয়ো বানাতে পারেন। সঙ্গে নতুন একটা হ্যাশট্যাগ চালু করলে তা দর্শক টানবে আরও বেশি।
• অন্য রকম বেড়াতে যাওয়া
বেড়াতে যাওয়ার রিলস বানান? যাঁরা পুজোয় যেতে চান শহরের কোলাহল থেকে দূরে, তাঁদের জন্য বানাতে পারেন উপযোগী গন্তব্য নিয়ে রিলস। এ ছাড়া প্যান্ডেলের থিম, বার্তা বা আবহ নিয়ে নানা রকম রিল ভিডিয়ো বানাতে পারেন, যাতে এক নজরে দেখে নেওয়া যাবে শহরের সেরা পুজোগুলিকে।
• হ্যাশট্যাগ ব্যবহার করুন
সমাজ মাধ্যমের ক্ষেত্রে রিলস বানাতে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করুন। নানা ট্রেন্ডিং পেজের হ্যাশট্যাগ দিয়ে নিজের রিল ভিডিয়োগুলিকে বিভিন্ন ছোট-বড় পেজে পাঠাতে পারেন।
• ট্রেন্ডিং গান ব্যবহার করে
সমাজ মাধ্যমে এক এক সময়ে এক এক রকমের গান খুব জনপ্রিয় বা ভাইরাল হচ্ছে। সেই ধরনের ট্রেন্ডিং গান আপনার রিলসে ব্যবহার করুন। এতে আপনার করা রিল এক্সপ্লোর পেজের উপর দিকে উঠে আসবে। দেখতেও পাবেন বেশি মানুষ।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।