প্রতীকী চিত্র
শক্তির ভাণ্ডার সীমিত- এ কথা মাথায় রেখে অনেকেই বর্তমানে পেট্রোল বা ডিজেল স্কুটি বাদ দিয়ে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার কথা চিন্তাভাবনা করছেন। অনেকে আবার পেট্রোলের বাড়তি দামের কারণে ইলেকট্রিক স্কুটি বেছে নিতে চাইছেন। তবে এটি কেনার আগে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত জরুরি।
ইলেকট্রিক স্কুটি বা বাইক যেহেতু ব্যাটারিচালিত, অতএব প্রথমেই মাথায় রাখতে হবে যে তার ব্যাটারির রেঞ্জ বা ক্ষমতা কতদূর। অর্থাৎ একবার চার্জ করলে আপনি কতটা দূর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। ব্যাটারির কর্মদক্ষতা যদি কম হয়, তা হলে রাস্তায় বেরিয়ে আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে। কারণ এ দেশে এখনও পর্যন্ত এই চার্জিং স্টেশন সংখ্যায় বেশ কম। সুতরাং, যত বড় ব্যাটারি হবে, তত আপনার পক্ষেই ভাল।
ব্যাটারি কত তাড়াতাড়ি চার্জ হয়, তা নির্ভর করে কোন মডেল বেছে নিচ্ছেন, তার উপরে। এখন মোটামুটি বেশির ভাগ ইলেকট্রিক স্কুটিতে ফাস্ট চার্জিং-এর সুবিধা রয়েছে। আপনার তাড়াহুড়ো থাকলে ইলেকট্রিক স্কুটি নিয়ে বেরোনোর ক্ষেত্রে এই ফিচারটি খুবই জরুরি।
ইলেকট্রিক বাইক বা স্কুটির মোটরের ক্ষমতা গাড়ির গতি ও ক্ষমতায় প্রভাব ফেলে। আপনি যে শহরে বাস করেন, তার যান চলাচলের হার অনুযায়ী মোটর ক্ষমতাসম্পন্ন স্কুটি বা বাইক বেছে নিন। যদি অল্পস্বল্প ব্যবহারের ভাবনা থাকে, তবে কম স্পিডের স্কুটিতে কাজ চলে যাবে। কিন্তু আপনি যদি তা দীর্ঘ পথ যাতায়াতের জন্য কেনেন, তা হলে অবশ্যই উচ্চ গতির ইলেকট্রিক বাইক বা স্কুটি বেছে নেওয়া উচিত।
এই গাড়ি যেহেতু বারবার চার্জ করতে হবে, অতএব বাড়িতে চার্জিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তা ছাড়া, যেখানে যাচ্ছেন সেখানে পথে চার্জিং স্টেশন আছে কি না, তা-ও আগে থেকে জেনে রাখতে হবে। না হলে মাঝরাস্তায় বেরিয়ে বিপদে পড়তে হতে পারে।
বাইকের বিল্ড কোয়ালিটি, ব্রেক সিস্টেম ইত্যাদি ফিচার ভাল করে দেখে তবেই কেনা উচিত। ঠিক যে ভাবে যে কোনও পরিচিত গাড়ি কেনার আগে দেখে নেওয়া হয়। সঙ্গে এর রক্ষণাবেক্ষণ খরচ এবং ব্যাটারি পরিবর্তনের খরচ সম্পর্কে বিশদ ধারণা থাকাও জরুরি।
কোন সংস্থা ভাল ওয়ারেন্টি এবং সার্ভিসিং-এর সুবিধা দেয়, তা আগেই দেখে নিতে হবে। অন্য দিকে, আপনি যদি স্মার্ট কানেক্টিভিটি অপশন- যেমন জিপিএস ট্র্যাকিং, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি চান, সেই সমস্ত অপশন আপনার পছন্দের গাড়িতে আছে কি না, দেখে নেবেন।
বাইকের ওজন দেখে নেওয়াটাও খুবই দরকার। হ্যাঁ, এটা ঠিকই যে হালকা বাইক চালানোর পক্ষে খুবই সুবিধাজনক। কিন্তু একটু মজবুত, ভারী বাইক আপনার বাইক চালানোর অভিজ্ঞতাকে অনেক বেশি সমৃদ্ধ করে। এবং দীর্ঘ সফরের ক্ষেত্রে তা অনেকটা আরামদায়ক হতে পারে।
ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সেরা বাছাই নিশ্চিত করতে পারবেন। ব্যস! আপনার অপেক্ষায় থাকবে নিরাপদ, আরামদায়ক যাত্রা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।