নতুন ফোন কেনার আগে মাথায় রাখুন এ গুলি।
পুজো মানেই নতুন জামা, নতুন জুতো। তা হলে আমাদের সব সময়ের সঙ্গী মোবাইল ফোন নতুন নয় কেন? পুজোর মরসুমে অনেক মোবাইল প্রস্তুতকারী সংস্থাই নতুন নতুন কিছু মডেল বাজারজাত করেন। দেখে-বেছে কিনলেন না হয় একটা। তার পর? মোবাইলের মূল যত্নের পাঠটুকু মাথায় রাখছেন তো?
প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা মানেই ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি আপলোড। প্যান্ডেলের ভিড়ে আলাদা করে ক্যামেরা নিয়ে ঘোরার ঝক্কি কম নয়। এহেন অবস্থায় ফোনের ক্যামেরা যদি ভাল না হয়, তা হলে কী করে চলে!
এই হুজুগেই আমার-আপনার মতোই আরও অনেকেই নতুন ফোন কিনি। কিন্তু ভিড়ের চাপে আপনার সেই ফোনের যদি কিছু ক্ষতি হয়, তা হলে পুজোর আনন্দই মাটি! তাই পুজোর মরসুমে জেনে নিন কীভাবে যত্ন নেবেন ফোনের।
আরও পড়ুন: ব্যথা নিয়েও পাহাড় চূড়ায় বা সমুদ্রের তীরে ঘুরে বেড়াতে পারেন
আরও পড়ুন: এ বার পুজোয় চমক দিন, উপহার দিন এই ভাবে
ছবি সৌজন্য: পিক্সাবে।