ফেলে আসা পুজোর ঘ্রাণ ছবি - সৌরভ রায়
বিজ্ঞাপনের ভারে কলকাতার প্রাক পুজো আকাশটাই যেন উধাও। আচ্ছা এই পুজোর ঘ্রাণের সংজ্ঞাটাও কি আমাদের ডিকশিনারি থেকে ছিন্নমূল? নাকি গন্ধটা শুধুই আরসালানের বিরিয়ানি আর নিজস্বীর ভিড়ে সীমাবদ্ধ৷ দুই দশক আগেও পুজোর সঙ্গে ছিল হৃদয়ের যোগ৷ পুজাবার্ষিকীর গন্ধ, ক্যাপ ফাটানোর পোড়া গন্ধ, নবমীর ধুনোর গন্ধ, ম্যাডক্সের ভিড়ে কুলকুল করে ভেজা নতুন জামার ঘামের গন্ধ, হইহই করে পাড়ার ঠাকুর আনার সময়ে সন্ধেবেলা ছাতিমের উগ্র গন্ধ এবং সর্বোপরি মাইকে কিশোর-আর ডি’র "এক দিন পাখি উড়ে"- নস্টালজিয়ার গন্ধ! শিকড়ের সান্নিধ্যে থাকা উপাদানগুলো আবহমান কিন্তু সেই ঘ্রাণ আস্বাদনের উপলব্ধি হারিয়ে ফেলেছি৷ তাই বুর্জ খলিফার জৌলুসপূর্ণ দুর্গার চেয়ে মন পড়ে থাকে দুর গাঁয়ের অনাড়ম্বরিত 'দুগ্গা' তে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।