চলতি বছর ৮৪ তম বর্ষে পা দিল আহিরীটোলা সর্বজনীনের পুজো। এই বছরের তাঁদের থিমের নাম ‘অবিনশ্বর’।
এই বছর প্রতিমা শিল্পী হিসেবে ছিলেন নবকুমার পাল। এবং থিমের ভাবনায় ছিলেন দেবজ্যোতি জানা।
গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই বারের মণ্ডপ। মণ্ডপে রয়েছে নানা ধরনের সজ্জা ও চমক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম মন্দির এটিই, তাই ঘিরেই এত ভাবনা!
থার্মোকল ও পালিউডের ব্যবহারে গড়ে উঠেছে এই বিশাল মণ্ডপ। বহু আক্রমণের পরেও সোমনাথ মন্দির আজও ‘অবিনশ্বর’, সেই ভাবনা থেকেই এই থিম।
এখানে এ বছর প্রতিমার উচ্চতা ১৪ ফুট। মন্দিরের ভাস্কর্যকে উপযুক্ত প্রাধান্য দেওয়ার জন্য ফাইবারের নানা ইন্সটলেশনের সাহায্য নেওয়া হয়েছে।
দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে সোমনাথ মন্দিরের আদল!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।