এই বছরে তাদের থিম ‘বাক্স বদল’!
কিন্তু এই বাক্স বদল? কী, কেন? জানেন কি? খোঁজ রইল এই প্রতিবেদনে।
আজ চার দিকে থিম পুজোর রমরমা। কিন্তু অতীতের দিকে ফিরে তাকালে কিন্তু পাওয়া যায় অন্য এক ছবি। কড়ি বরগা আর খিড়কি জানলার মাঝে বেড়ে ওঠা এক একটা পরিবার। বলা ভাল সব যৌথ পরিবার। এক সঙ্গে খাওয়া, ঘুমনো আরও অনেক কিছু। তার পর সময় বদলেছে। কাজের তাগিদে মানুষ পাড়ি দিয়েছে বাইরে।
রয়ে গিয়েছে শুধুই জরাজীর্ণ বাড়িগুলি। দুর্গা দালানের পুজো বদলে গিয়েছে আবাসনের পুজোতে। পুজোর সব সামগ্রী আগেই ঠাই পেয়েছিল সুদৃশ্য সব বাক্সে। আজও সেই টানে প্রবাস থেকে ছুটে আসেন মানুষ। জড়ো হন আবাসনে। এই ভাবনা থেকেই এই বছরের থিম ‘বাক্স বদল’। রূপায়ণে মানস দাস।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।