আজ মহাপঞ্চমী। গোটা শহর মেতে উঠেছে মাতৃ আরাধনায়।
এরই মধ্যে শহরের সেরা ২০টি সর্বজনীন পুজো ঘুরে দেখলেন তারকারা।
সঙ্গে পুজো কমিটিগুলির সঙ্গে চলল মিষ্টিমুখ। সৌজন্যে ক্যাডবেরি সেলিব্রেশন।
বিচারকরা মোট দু’টি দলে ভাগ হয়ে বিচারপর্ব সারলেন। উত্তরের সেরা পুজোগুলি ঘুরে দেখলেন জয়া আহসান ও সৌরভ দাস
দক্ষিণের সেরা পুজোগুলি ঘুরে দেখলেন অনুষা বিশ্বনাথন ও জিতু কমল
শুধু বিচারপর্ব সারাই নয়, কখনও ঢাকের তালে পা মেলানো, কখনও বা কমিটিদের সঙ্গে থিম নিয়ে আড্ডা, বেশ খোশমেজাজেই চলল ঠাকুর দেখা।
মণ্ডপের কর্মকর্তা ও ভলেন্টিয়ার্সদের হাতে তুলে দেওয়া হল ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট।
একই সঙ্গে লেন্সবন্দি হল বিভিন্ন ক্যাডবেরি মিষ্টিমুখের বিভিন্ন সেরা মুহূর্ত।
উত্তর থেকে দক্ষিণ দু’দিকে একই ছবি। পুজো কমিটির কর্মকর্তা ও ভলেন্টিয়ার্সদের হাতে ক্যাডবেরি সেলিব্রশনের প্যাকেট।
বিচারপর্ব শেষ। এ বার শুধু অপেক্ষার পালা। কোন ১০টি পুজো পাচ্ছে সেরা সর্বজনীনের খেতাব? জানতে চোখ রাখুন আমাদের পাতায়
আর ততক্ষণ পুজো জমে উঠুক ক্যাডবেরি সেলিব্রেশনের সঙ্গে। এই পুজোয় ভাল কিছু হয়ে যাক। মিষ্টিমুখ হয়ে যাক।