আদি শক্তি আর মানবের রসায়ন বড় প্রাচীন। প্রকৃতির অমোঘ শক্তি ক্রমশ হয়ে উঠেছে মানুষের আরাধ্য। নিরাকার শক্তি মানুষের কল্পনায় আকার পেয়েছেন। হয়ে উঠেছেন সাকার। অথচ মানুষ সেই শক্তিকে ভুলে আজ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। আরাধ্য প্রকৃতির স্বরূপ যেন ভুলতে বসেছে।
আজ এই বছরে দমদম পার্ক তরুণ সঙ্ঘের থিম তাই মানব-প্রকৃতি-দেবতার সেই পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করেই। থিমের নাম সম্পর্ক।
এই বছর তাদের পুজোর ৩৮ তম বর্ষ। বয়স বেশি না হলেও অচিরেই এই পুজো জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। এ বারেও তাঁর অন্যথা নেই। সৃজনের দায়িত্বে রয়েছেন মানস দাস। মৃৎ শিল্পী সুব্রত মৃধা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।