Barasat Nabapally Association Kali Puja

বারাসতে বদ্রীনাথ! কালীপুজোয় এমন অভিনব কাণ্ড ঘটে গেল এখানে

বারাসতের 'নব পল্লি অ্যাসোসিয়েশন'। এদের পুজোয় এ বার চার ধামের এক ধাম!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৬:১১
Share:
০১ ০৯

দুর্গাপুজোর রেশ কাটিয়ে মানুষ এখন কালীপুজোয় বারাসতমুখী। মা কালীর আরাধনায় বঙ্গবাসী।

০২ ০৯

বারাসতের নবপল্লি অ্যাসোসিয়েশন। এবার তাঁদের ৪৪তম বর্ষ।

Advertisement
০৩ ০৯

এই কমিটির পুজো ভাবানায় বদ্রীনাথ মন্দির উঠে এসেছে।

০৪ ০৯

চার ধামের একটি বদ্রীনাথ। পুজো কমিটির বক্তব্য সবাই সেখানে যেতে পারে না। তাঁদের কথা মাথায় রেখে এই মণ্ডপ তৈরি করা হয়েছে।

০৫ ০৯

বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণুর । তাই তার রূপও ফুটিয়ে তোলা হয়েছে।

০৬ ০৯

পুজো মণ্ডপ তৈরি করেছেন পঙ্কজ পাল।

০৭ ০৯

মণ্ডপ জুড়ে আছে রঙের কাজ।

০৮ ০৯

রঙের কাজ করেছেন অনুপ অধিকারী।

০৯ ০৯

প্রতিমাতেও আছে বিশেষত্ব। এ বারে মা এখানে রুদ্রমুখী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement