দুর্গাপুজোর রেশ কাটিয়ে মানুষ এখন কালীপুজোয় বারাসতমুখী। মা কালীর আরাধনায় বঙ্গবাসী।
বারাসতের নবপল্লি অ্যাসোসিয়েশন। এবার তাঁদের ৪৪তম বর্ষ।
এই কমিটির পুজো ভাবানায় বদ্রীনাথ মন্দির উঠে এসেছে।
চার ধামের একটি বদ্রীনাথ। পুজো কমিটির বক্তব্য সবাই সেখানে যেতে পারে না। তাঁদের কথা মাথায় রেখে এই মণ্ডপ তৈরি করা হয়েছে।
বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণুর । তাই তার রূপও ফুটিয়ে তোলা হয়েছে।
পুজো মণ্ডপ তৈরি করেছেন পঙ্কজ পাল।
মণ্ডপ জুড়ে আছে রঙের কাজ।
রঙের কাজ করেছেন অনুপ অধিকারী।
প্রতিমাতেও আছে বিশেষত্ব। এ বারে মা এখানে রুদ্রমুখী।