Bhaiphota Rituals

কেন ভাইফোঁটার দিন ভাইকে চন্দন অথবা দইয়ের ফোঁটাই দেওয়া হয়? নেপথ্যে কোন কাহিনি

বোন ভাইয়ের কপালে চন্দনের অথবা দইয়ের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। তবে কখনও ভেবে দেখেছেন, কেন চন্দন অথবা দই লাগানো হয় ভাইয়ের কপালে?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Share:

প্রতীকী চিত্র

ভাই ও বোনের অটুট বন্ধনের এক অনন্য উৎসব এই ভাইফোঁটা। নানা রকম পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা সম্পন্ন হয়। বোন ভাইয়ের কপালে চন্দনের অথবা দইয়ের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। তবে কখনও ভেবে দেখেছেন, কেন চন্দন অথবা দই লাগানো হয় ভাইয়ের কপালে?

Advertisement

বহু বছর আগে মুনি ঋষিরা চন্দনের গুণের কথা জানতে পারেন। কপালে চন্দনের তিলক দিলে মস্তিষ্ক নাকি ঠান্ডা থাকে এবং ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। মনও শান্ত থাকে, এর ফলে একাগ্রতা বাড়ে। এই গুণের কথা অবগত হওয়ার পর থেকেই তাঁরা কপালে চন্দন দেওয়ার রীতি চালু করেন। এই কারণেই যে কোনও মন্দির ও হিন্দু অনুষ্ঠানে চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়া হয়।

চন্দনের মতোই একই গুণ রয়েছে দইয়ে। তাই ভাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেওয়ার কারণও সেটিই।

Advertisement

বোনেরা তার ভাইয়ের জন্য প্রদীপ জ্বেলে আরতিও করে। মনে করা হয়, এর ফলে ভাই-বোনের মধ্যে বিশেষ বন্ধন শক্তিশালী হয় এবং এটি আধ্যাত্মিক সুরক্ষা হিসাবে কাজ করে।

আরতির পরে, বোনেরা তাদের ভাইদের ভালবাসার প্রতীক হিসাবে মিষ্টি খাওয়ায়। এটি বোঝায়, তাদের সম্পর্ক কতটা মধুর এবং ভাই বোনকে যে উপহার দেয় তা দেখায়, ভাই তার বোনকে কতটা ভালবাসে এবং যত্ন করে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement