দুর্গাপুজো শেষ। তবে উৎসব এখনও বাকি। লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটা- এখনও নানা পরিকল্পনায় ব্যস্ত বাঙালি। কিন্তু দশমী-একাদশী মানেই মায়ের ভাসানের ঢল সারা বাংলা জুড়ে। বিষাদের আবহ চার পাশে। তবু তার মাঝেই আশা, ‘আসছে বছর আবার হবে’।
মন খারাপ দূর করতে ‘আসছে বছর’-এর পুজোর পরিকল্পনা শুরু করে দেন অনেকেই। আর তাঁদেরই জন্য রইল আগামী পুজোর নির্ঘণ্ট।
কেবল দুর্গাপুজো নয়, মহালয়া থেকে কালীপুজোর তারিখের তালিকা দেওয়া হল এই প্রতিবেদনে। এবং শুধু ২০২৫ নয়, সঙ্গে উপরি পাওনা ২০২৬, ২০২৭, ২০২৮, অর্থাৎ আগামী ৪ বছরের নির্ঘণ্ট।
২০২৫ সালের মহালয়া ২১ সেপ্টেম্বরে। ষষ্ঠী পড়ছে ২৮ সেপ্টেম্বর। সপ্তমী ২৯ সেপ্টেম্বর। অষ্টমী ৩০ সেপ্টেম্বর। নবমী ১ অক্টোবর। বিজয়া দশমী ২ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ৬ অক্টোবর। কালীপুজো ২০ অক্টোবর।
২০২৬ সালে পিতৃপক্ষ অবসানে মহালয়া পড়বে ১০ অক্টোবর। ষষ্ঠী ১৭ অক্টোবর, সপ্তমী ১৮ অক্টোবর, অষ্টমী ১৯ অক্টোবর, নবমী ২০ অক্টোবর, দশমী ২১ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ২৫ অক্টোবর, কালীপুজো ৮ নভেম্বরে।
২০২৭ সালে মহালয়া ২৯ সেপ্টেম্বর। ষষ্ঠী ৫ অক্টোবর, সপ্তমী ৬ অক্টোবর, অষ্টমী ৭/৮ অক্টোবর, নবমী ৯ অক্টোবর, দশমী ১০ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ১৪ অক্টোবর। কালীপুজো ২৮ অক্টোবরে।
২০২৮ সালে ১৮ সেপ্টেম্বর পড়বে মহালয়া। ষষ্ঠী পড়ছে ২৪ সেপ্টেম্বর। সপ্তমী ২৫ সেপ্টেম্বর। অষ্টমী ২৬ সেপ্টেম্বর। নবমী ২৭ সেপ্টেম্বর। বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর। লক্ষ্মীপুজো পড়বে ২ অক্টোবর। কালীপুজো ১৭ অক্টোবর।