প্রতীকী চিত্র
ধনতেরস পালিত হয় কৃষ্ণপক্ষের ১৩ নম্বর দিনে। একে তাই ধনত্রয়োদশীও বলা হয়। একই দিনের আর একটি নাম ধন্বন্তরি জয়ন্তী। পৌরাণিক ধারণা অনুযায়ী, এই দিন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির জনক ধন্বন্তরি দেবের আগমন ঘটেছিল।
সমুদ্রমন্থনে উঠে এসেছিলেন ধন্বন্তরি। তাঁর হাতে ছিল অমৃত কলস। সে কারণে ধনতেরসের দিনে বাসন কেনার বিশেষ চল রয়েছে। এই তিথি থেকেই পাঁচ দিনব্যাপী দীপাবলির মরসুম শুরু। এই দিনটিতে এক সাধারণ মসলা, গোটা ধনেরও ভূমিকা আছে জানতেন?
সকলের রান্নাঘরেই গোটা ধনে থাকে। ধনতেরাসের দিন গোটা ধনে কিনে লক্ষ্মী ও ধন্বন্তরিকে অর্পণ করার নিয়ম রয়েছে। তার পরে তাঁদের কাছে নিজের মনস্কামনা ব্যক্ত করতে হয়। সবশেষে বাড়ির কোনও জায়গায় মাটির মধ্যে এই গোটা ধনে পুঁতে দিতে হয়। এর থেকে সামান্য ধনে আলাদা করে লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে বলে মনে করা হয়।
দীপাবলীর দিনেও গোটা ধনে কিনে মা লক্ষ্মীকে অর্পণ করার নিয়ম রয়েছে। বিশ্বাস বলে, বাড়ির বাগানে টবের মধ্যে ধনের দানা পুঁতে দিলে সেখান থেকে যে পাতা বেরোবে, তা পরিবারের আনন্দ সমৃদ্ধি বয়ে আনবে।
ধনতেরসে ধন্বন্তরি দেবের সামনে শুকনো ধনে রাখা যায়। এই শুকনো ধনে দীপাবলি পর্যন্ত এখানে রাখতে হবে। এরপর ভাইফোঁটার দিনে সেখান থেকে তুলে কোনও টবে পুঁতে দিতে হবে। এর থেকে যে ধনেপাতার গাছ বেরোবে, তা পরিবারে সুখসমৃদ্ধি আনবে।
কোনও সদস্য বাড়ি থেকে চলে গেলে এবং তার সন্ধান না পেলে লাল কাপড়ে গোটা ধনে বেঁধে বজরংবলীর মন্দিরে দেবতার চরণে অর্পণ করার নিয়ম রয়েছে। এর পরে হনুমান চালিশা পাঠ করতে হয়। বজরংবলীকে নিজের সমস্যার কথা জানিয়ে নিখোঁজ ব্যক্তির ফিরে আসার প্রার্থনা জানাতে হয়। এতে উপকার পাওয়া যায়।
বহু দিন ধরে কারও কাছে টাকা আটকে থাকলে, তা ফিরে পেতে গোটা ধনের ভূমিকা অপরিহার্য। ঋণ নিয়েছেন যে ব্যক্তি, সপ্তাহের এক দিন, শুক্রবার একটি কাগজে তাঁর নাম লিখে সামান্য শুকনো ধনে তাতে মুড়িয়ে রেখে দিন। তার পরে সেই কাগজ জলে ভাসিয়ে দিন। এই কাজ করার সময়ে কেউ যাতে আপনাকে বাধা না দেয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। এতে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায়। সঙ্গে অর্থ আগমনের পথ উন্মুক্ত হয়।
পারিবারিক কলহ লেগেই থাকলে পূর্ব দিকে কিছু শুকনো ধনে রেখে দিন। এর প্রভাবে পরিবারের সুখ শান্তির বাস হবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বাড়বে।
তা হলে আর দেরি কীসের? এ বারের ধনতেরসে হাতের কাছে থাকা রান্নাঘরের গোটা ধনে দিয়েই ফিরিয়ে আনুন আপনার ভাগ্যলক্ষ্মীকে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।