প্রতি বছর কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে পালন করা হয় ছটপুজো। বিশেষত বিহার ও উত্তর প্রদেশে এই পুজো হয় মহা সমারোহে। যার প্রস্তুতি চলে ঢের আগে থেকেই।
এই ছটপুজোর দিনে সবাই নিজেদের বসতবাড়ি ভাল করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বাড়িতে তৈরি হয় হরেক রকম খাবার।
আর পুজোর আগে থেকেই চলে নানা কেনা-কাটার পর্ব। কিন্তু এই ছটপুজোর দিন কোন দেবতার পুজো করা হয় জানেন?
ছটপুজো সাধারণত মহিলারাই করেন। এই পুজোর রীতিনীতি একটু কঠিন। সারা দিন উপবাস রাখতে হয়, বাড়ির মেঝেতে শুতে হয়।
এমনকি যাঁরা ছটপুজোর উপবাস রাখেন, তাঁরা অন্যকে স্পর্শও করতে পারেন না। তাই এ দিকে বিশেষ ভাবে নজর দিতে হয় তাঁদের।
অনেকের ধারণা, এই ছট পুজোর দিন দেবী ষষ্ঠীর পুজো করা হয় এবং তাঁর নাম থেকেই 'ছট' নামের উৎপত্তি। তবে এই দিন উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর পুজোর সঙ্গে সূর্যদেবেরও পুজো করা হয়।
এই মা ষষ্ঠী বিহারিদের কাছে ছঠি মাইয়া নামেও পরিচিত। তিনি ব্রহ্মার মানসকন্যা। শাস্ত্র মতে, এই দিন ছঠি মাইয়া ও সূর্যদেবের কাছে যা-ই প্রার্থনা করা হয়, তা তিনি পূরণ করেন।
হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে, মানব তথা প্রাণী-জীবনের সব কিছুই নির্ভর করে সূর্যের উপরে। তাই কেউ যদি সূর্যের উপাসনা করেন, তা হলে তাঁর জীবন হয়ে ওঠে সুখকর।
সমৃদ্ধি ও সম্মান লাভ করেন তিনি। এমনকি বিশ্বাস করা হয়, সূর্যের আশীর্বাদ যাঁর উপরে থাকে, তিনি বীর ও সাহসী হয়ে ওঠেন।
আর এই সূর্যের সঙ্গে যেহেতু দেবী ষষ্ঠীর পুজো করা হয়, তাই সংসারে উর্বরতা বৃদ্ধি পায়। মহিলাদের শূন্য কোলে আসে সন্তান। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ