কালীপুজোর আনন্দ ভেস্তে যেতে পারে বর্ষার চোখ রাঙানিতে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সপ্তাহের শেষে সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে।
অন্য দিকে আন্দমানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বাংলার উপরে ঠিক কতটা প্রভাব পড়বে তার দিকে নজর রাখছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ সারাদিন মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দুই ২৪ পরগণা, মেদিনীপুর ও কলকাতাতে অল্প বৃষ্টি হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
দুর্গাপুজোতেও অল্প-বিস্তর ভিজেছে কলকাতা। তবে কালীপুজোয় সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। যা ভোগাতে পারে শহর ও মফস্বলের বাসিন্দাদেরও।
যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন সেই বৃষ্টির রেশ বজায় থাকবে।