জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয়, দেবীকে খুশি করলে তাঁর আশীর্বাদে প্রাচুর্য আসে। তাই মূর্তি হোক বা ছবি, মা লক্ষ্মী পূজিত হন ঘরে ঘরে।
তবে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কোথায় রাখবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি।
বাস্তুশাস্ত্র মতে, ঈশান কোণ অথবা উত্তর-পূর্ব দিকে মা লক্ষ্মীর মূর্তি রাখতে হবে।
দেবীর ছবি উত্তর বা পশ্চিম দিকে রাখার নিয়ম রয়েছে।
যদি বাড়িতে নির্দিষ্ট কোনও ঠাকুরঘর না থাকে, তবে দেবীর ছবি বসার ঘরের দেওয়ালে অথবা পরিষ্কার কোনও জায়গায় বসানো যেতে পারে।
কখনওই মা লক্ষ্মীর ছবি অথবা মূর্তি শৌচাগারের কাছে রাখবেন না।
লক্ষ্মীপুজো করার সময়ে এমন ভাবে বসবেন, যাতে আপনার মুখ উত্তর বা পশ্চিম দিকে থাকে।
ছবি কেনার সময়ে খেয়াল করবেন, তাতে যেন দেবী দাঁড়িয়ে না থাকেন।
দাঁড়িয়ে থাকার অর্থ হল, লক্ষ্মী তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। অর্থাৎ তাঁর আশীর্বাদ ভক্তরা দীর্ঘ সময় পাবেন না।
লক্ষ্মীর বসে থাকা অবস্থার ছবি বাড়িতে রাখবেন। তবে দেখবেন, তিনি যেন বাহন পেঁচার উপরে বসে না থাকেন।
পেচাঁর উপরে লক্ষ্মী দেবী বসে থাকার অর্থ তিনি দ্রুত বাড়ি থেকে বার হয়ে যাবেন।
যে ছবিতে লক্ষ্মী আশীর্বাদের ভঙ্গিতে বসে, সেই ছবি ঘরে রাখা শুভ।
দেবী পদ্ম ফুলের উপর অধিষ্ঠান করে আছেন, এমন ছবিও ঘরের জন্য শুভ।
কখনওই একের অধিক ছবি বাড়িতে রাখবেন না।
বেশি ছবি অথবা মূর্তি রাখলে বাস্তুদোষ হতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।