একটা ভাল ফ্ল্যাট বা বাড়িতে প্রচুর পরিমাণে আলো আর বাতাসের আয়োজন থাকলে মন এমনিই খুব ভাল হয়ে যায়। খোলামেলা বাড়ি ভালবাসেন না, এমন মানুষ নেই। একটা দক্ষিণের বারান্দা এখনও মন কে কেমন যেন অন্য জগতে ভাসিয়ে নিয়ে যায়। ক্লান্তি কাটে। ক্লান্ত মন শান্ত হয়।
অন্দরসজ্জায় সবসময় মনে রাখা দরকার, কোনও রকম ভাবে আলো বা বাতাসের উৎসগুলোকে আমরা যেন বন্ধ না করে দিই। সকালের সূর্যের আলোটা খুব উপকারী। পূর্ব দিকে জানলা বা বারান্দার দরজা থাকলে সেগুলো সকাল হতে না হতেই খুলে দেওয়া উচিত। বারান্দা পূর্বমুখী হলে যাতে সকালের আলো আসতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে নজর দিতে হবে। বারান্দা যদি কিছু দিয়ে আটকেও রাখা হয়, তা হলেও সেটা যেন স্বচ্ছ কাচ বা ফাইবারের হয়। যাতে আলো আসতে পারে। সবচেয়ে ভাল হয়, যদি সকাল হতে না হতেই আটকে রাখা বারান্দার কাচ খুলে দেওয়া যায়।
বেড রুম, ড্রইং রুম বা ডাইনিং রুমের জানলা যদি পূর্ব দিকে হয়, সকালের দিকে সেগুলোও খুলে দেওয়া দরকার। সারা ঘরে, শরীরে, বিছানায় সকালের রোদ খুবই দরকারি। এই কোভিডের পরিস্থিতিতে তো বটেই, যে কোনও সময়েই এটা সত্য।
আরও পড়ুন : পুজোয় থাকুক প্রকৃতির ছোঁয়া, ঘর সাজান এই ভাবে
এখনকার ফ্ল্যাটে জানলা গুলো অনেকটা ফ্রেঞ্চ উইনডোর মতো হয়। ছবি :শাটার স্টক।
ঘরে অন্দরসজ্জা করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। কোনও জানলা বা বারান্দার দরজা, কোনও কিছুর সামনেই এমন কোনও আসবাব যেন না থাকে, যাতে কোনও ভাবে আলো-বাতাস আসতে অসুবিধা হয়। জানলার পাশে সাধারণত ওয়ার্ডরোব থাকে। এটা এমন ভাবে যেন রাখা থাকে, যাতে সামনাসামনি কোনও বাধার সৃষ্টি না হয়।
আরও পড়ুন : করোনা আবহে পুজো, বাড়ির অন্দর স্যানিটাইজেশনে এই সব মাথায় রাখুন
এখনকার ফ্ল্যাটে জানলা অনেকটা বড় হয়, অনেকটা ফ্রেঞ্চ উইনডোর মতো। মেঝে থেকে কয়েক ইঞ্চি উপর থেকে শুরু, লম্বা চওড়ায় অনেকটা। তার ফলে যথেষ্ট পরিমাণে আলো প্রবেশ করতে পারে ঘরের মধ্যে। ঘরে ক্রশ ভেন্টিলেশন থাকাটা জরুরি। দুটো জানলা থাকলে হাওয়া খেলা করতে পারে। একটা সুবিধা আছে আধুনিক অন্দর সজ্জায়—প্রায় সমস্ত আসবাবই স্লিক এবং নিচু। খাট ১৬ ইঞ্চির বেশি উঁচু হয় না। ওয়ার্ডরোবে সাধারণত ২২ ইঞ্চির মতো গভীর হয়।
আরও পড়ুন: এই সব উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন বইঘর
খোলামেলা ফ্ল্যাট কিম্বা বাড়ি চিরকালই সবার পছন্দের। দক্ষিণ বা পূর্ব খোলা বারান্দা, আহা। সব ভালবাসা গিয়ে যেন মেশে ভাল লাগার বাড়িতে। পাখা, এসি বা ফলস সিলিংয়ে আলোর খেলা... এ সবই ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটা। খুব সাধারণ বাড়ি বা ফ্ল্যাটকেও আকর্ষণীয় করে তুলতে পারে। কিন্তু প্রকৃতি থেকে যে আলো আসে, যে বাতাসে ভেসে যায় শরীর, সেটা যে অমূল্য। তাই অন্দরসজ্জার ক্ষেত্রে সব সময়ে লক্ষ্য করা হয় যাতে হাওয়া, বাতাস, আলো ঠিক মতো ঘর জুড়ে ছড়িয়ে পড়তে পারে।